শুক্রবার, ০৯ মে ২০২৫ ।। ২৬ বৈশাখ ১৪৩২ ।। ১১ জিলকদ ১৪৪৬


এবারও কিয়ামুল্লাইল পড়াতে সৌদি যাচ্ছেন কারি সাদ সাইফুল্লাহ মাদানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশের সূর্য সন্তান, আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সর্বোচ্চ সনদপ্রাপ্ত ক্বারী, বর্তমান বিশ্বের অন্যতম নন্দিত ইসলামী ব্যক্তিত্ব, শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী করোনার দু'বছর পর তৃতীয়বারের মতো এবারও কিয়ামুল্লাইল পড়াতে সৌদি আরব যাচ্ছেন‌।

রমজানের শেষ দশকে কিয়ামুল্লাইল/তাহাজ্জুদ নামাজের ইমামতিতে অংশ নিতে সৌদি আরব যাচ্ছেন শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী।

তিনি আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় মহাসচিব, আল্লামা ইসহাক মাদানী রহ. সুযোগ্য সাহেবজাদা, হাইয়াতুল ক্বিরাত আদদুয়ালিয়াহর (বিশ্ব ক্বারী সংস্থা) আমিনুল আম, আল মাজলিসিল আলামী লিহিফজিল কোরআনিল কারীম এর আমিনুশ শুরা, মাদরাসা উম্মুল ক্বোরার মুহতামিম, ইসলামিক ফাউন্ডেশন ধর্ম মন্ত্রণালয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতার স্বতন্ত্র বিচারক এবং সৌদী আরবের জাতীয় রেডিও স্টেশন আলিফ আলিফ এফএম এর একমাত্র বাংলাদেশী রিসাইটরসহ দেশে বিদেশে বেশকিছু দায়িত্বে নিয়োজিত আছেন তিনি।

আমরা শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানীর সাথে কথা বললে তিনি বলেন আমার এ সফরের সর্বপ্রথম এবং মূল কর্মসূচিই হচ্ছে ওমরা অর্থাৎ বায়তুল্লাহ শরীফে তাঁর বান্দা হিসেবে হাজিরা দেওয়া।

দীর্ঘ দু'বছর আল্লাহর ঘর থেকে দূরে থেকে মনটা বেকুল ও বিষন্ন, সহ্য হচ্ছে ছিল না এ বিষন্নতা আল্লাহর ঘরের মেহমান হিসেবে আল্লাহ কবুল করলে ১৭ এপ্রিল ঢাকা ত্যাগ করবো ইনশাআল্লাহ।

তিনি আরোও বলেন এরপর কিয়ামুল্লাইলের ইমামতির পাশাপাশি আরো বেশ কিছু প্রোগ্রামে অংশ নিবেন বলেও আমাদের নিশ্চিত করেছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ