শুক্রবার, ০৯ মে ২০২৫ ।। ২৬ বৈশাখ ১৪৩২ ।। ১১ জিলকদ ১৪৪৬


করোনায় আজ মৃত্যু নেই, শনাক্ত ৩১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গত ২৪ ঘণ্টায় করোনাতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। তবে এ সময়ে আগের ২৪ ঘণ্টার তুলনায় বেড়েছে নতুন শনাক্ত।

স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় (১২ এপ্রিল সকাল ৮টা থেকে ১৩ এপ্রিল সকাল ৮টা) করোনাতে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৩১ জন। গতকাল (১২ এপ্রিল) ২২ জন শনাক্ত হবার কথা জানিয়েছিল অধিদফতর।

নতুন শনাক্ত হওয়া ৩১ জনকে নিয়ে দেশে এখন পর্যন্ত করোনাতে মোট শনাক্ত হলেন ১৯ লাখ ৫২ হাজার ১৬২ জন। আর এখন পর্যন্ত করোনাতে আক্রান্ত হয়ে মোট মারা গেলেন ২৯ হাজার ১২৪ জন।

করোনাতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৭৪ জন। তাদের নিয়ে দেশে করোনাতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠলেন ১৮ লাখ ৮৯ হাজার ৮৭৯ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার শূন্য দশমিক ৫৮ শতাংশ আর এখন পর্যন্ত রোগী শনাক্তের হার ১৪ দশমিক শূন্য চার শতাংশ।

শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৮১ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৪৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে পাঁচ হাজার ৩৩৯টি আর নমুনা পরীক্ষা হয়েছে পাঁচ হাজার ৩৮৭টি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ