শুক্রবার, ০৯ মে ২০২৫ ।। ২৬ বৈশাখ ১৪৩২ ।। ১১ জিলকদ ১৪৪৬


কৃষকদের ভাগ্যোন্নয়নে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার: প্রবাসী কল্যাণ মন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৈয়দ হেলাল আহমদ বাদশা
গোয়াইনঘাট সিলেট>

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, শেখ হাসিনা সরকার কৃষক বান্ধব সরকার।কৃষকদের সুখে দুঃখে সবসময় পাশে রয়েছে এবং কৃষকদের ভাগ্যোন্নয়নে কাজ করে যাচ্ছে। আওয়ামী লীগ সরকার সব সময় দেশের কৃষকদের কথা চিন্তা করে। দেশের কৃষকের মুখে অমলিন হাসি ধরে রাখতে চায় সরকার। সেজন্য, সরকার কৃষিকে লাভবান ও কৃষকের জীবনমান উন্নত করতে অত্যন্ত উদারভাবে কৃষকদেরকে সার, বীজ, সেচসহ বিভিন্ন প্রণোদনা দিয়ে যাচ্ছে।

‘উৎপাদন খরচ কমানো ও কৃষি যান্ত্রিকীকরণ ত্বরান্বিত করতে ৭০% ভর্তুকিতে কম্বাইন হারভেস্টার, রিপারসহ বিভিন্ন যন্ত্র কৃষকদেরকে দিচ্ছে। কৃষকদের উন্নয়নের কথা ভাবে। তাই প্রাকৃতিক বিপর্যয়ে দেশের কৃষকের যে ফসল হানি হচ্ছে সরকার তা নিরুপণ করে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছে। তাই আমাদের কৃষকদের ভয়ের কোন কারণ নেই। আওয়ামী লীগ সরকার আপনাদের পাশে রয়েছে।’

মঙ্গলবার (১২ এপ্রিল) সকাল ৯ টায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান তার নির্বাচনী এলাকা গোয়াইনঘাটের সালুটিকর বাজারে এসে পৌঁছেন।

এসময় সালুটিকর বাজারে উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ শেষে নন্দীরগাঁও ইউনিয়নের দ্বারিকান্দি,বাইমারপার, চলিতাবাড়ী ও জলুরমুখ বাজারে কৃষকদের সাথে মতবিনিময় করেন। পরে মন্ত্রী তোয়াকুল ইউনিয়নের লক্ষ্মীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন।

বেলা সাড়ে এগারটায় মন্ত্রী গোয়াইনঘাট উপজেলা সদরের ডাকবাংলোর সামনে লেংগুড়া ও ডৌবাড়ি ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ত্রাণ সামগ্রী ও শহীদ মিনারের সামনে কৃষকদের মাঝে কৃষি উপকরণ এবং উপজেলা মিলনায়তনে দরিদ্র পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন।

পরে মন্ত্রী আসামপাড়া মসজিদের সামনে বন্যায় ক্ষতিগ্রস্ত বাঁধ পরিদর্শন পূর্ব জাফলং ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন।

অপর দিকে দুপুর ১২টায় গোয়াইনঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে "বাংলাদেশের একজন মানুষ গৃহহীন থাকবেন না" মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ নিদর্শনা বাস্তবায়নে ভুমিহীন ও গৃহহীন (ক) শ্রেনী শতভাগ পূর্ণ বাসন যাচাই করন এবং উপজেলা ভুমিহীন-গৃহহীন মুক্ত সংক্রান্ত যৌথ মতবিনিময় সভায় উপস্থিত হোন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ