বুধবার, ২৩ এপ্রিল ২০২৫ ।। ১০ বৈশাখ ১৪৩২ ।। ২৫ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :

ইমরানের বিরুদ্ধে এবার দুবাইয়ে রাষ্ট্রীয় সম্পদ বিক্রির অভিযোগ শাহবাজের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আগেই রাষ্ট্রীয় উপহারের হার ১৮ কোটি রুপিতে বিক্রি করে দেওয়ার অভিযোগে ইমরান খানের বিরুদ্ধে তদন্ত শুরু করেছিল পাকিস্তানের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এবার পাকিস্তানের নয়া প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও বললেন, তিনি নিশ্চিত করতে পারেন যে তার পূর্বসূরী পিটিআই চেয়ারম্যান ইমরান খান তোশাখানায় রাষ্ট্রীয় উপহার জমা না দিয়ে তা দুবাইতে বিক্রি করেছেন।

শাহবাজ বলেন, ‘ইমরান খান ওই উপহার ১৪০ মিলিয়ন রুপিতে (১৪ কোটি রুপি) দুবাইয়ে বিক্রি করেছেন।’

ইমরান খানের বিক্রি করা রাষ্ট্রীয় উপহার সামগ্রীর মধ্যে হীরের গয়না, ব্রেসলেট ও হাতঘড়ি রয়েছে বলেও জানিয়েছেন শাহবাজ।

পাকিস্তানের আইন বলছে, রাষ্ট্রীয় কোন কর্মকর্তা-কর্মচারী বিদেশি কারও কাছ থেকে কোনও উপহার সামগ্রী পেলে তা তোশাখানায় (রাষ্ট্রীয় কোষাগার) জমা দিতে হবে। আর যদি তারা সেই উপহার নিজের কাছে রাখতে চান তবে সমপরিমাণ অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হবে।

যদিও এই অভিযোগ প্রত্যাখান করেছেন পিটিআই নেতা ফাওয়াদ চৌধুরী। তার দাবি, শাহবাজ শরীফ ইমরানে দিকে কাদা ছুড়ছেন।

সূত্র: জিও নিউজ।

এনটি


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ