আওয়ার ইসলাম ডেস্ক: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেছেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বাংলাদেশ আরও এগিয়ে যাবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে।
আজ শুক্রবার বিকেলে জামালপুরের ইসলামপুর উপজেলার কুলকান্দি ও পার্থশী ইউনিয়নের ২০২১-২২ অর্থ বছরের কাবিটা কর্মসূচির আওতায় এক কোটি টাকার ব্যয়ের কুলকান্দি মাগুন মিয়ার বাজার হতে মুরাদাবাদ ঘাট হয়ে দেওয়ানগঞ্জ সীমানা হয়ে পাকা রাস্তা সংলগ্ন খালেকের দোকান পর্যন্ত রাস্তা কাম বাঁধ মেরামত প্রকল্পের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এসময় জেলা প্রশাসক মুর্শেদা জামান এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান, বিশেষ অতিথি হিসাবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসানসহ আরও অনেকেই বক্তব্য রাখেন।
পরে উপজেলার পার্থশী ও কুলকান্দি ইউনিয়নের তিন শতাধিক পরিবারের মাঝে প্রধান মন্ত্রীর ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
-এএ