আওয়ার ইসলাম ডেস্ক: সাপ্তাহিক ও নববর্ষ উপলক্ষে টানা দুই দিনের ছুটি শেষে আবারও হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে পণ্য আমদানি-রফতানি শুরু হয়েছে।
শনিবার (১৬ এপ্রিল) সকাল ১০টায় ভারত থেকে একটি পণ্যবাহী ট্রাক হিলি স্থলবন্দরে প্রবেশের মধ্যদিয়ে এই কার্যক্রম শুরু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলা হিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত।
তিনি বলেন, পহেলা বৈশাখ (বাংলা নববর্ষ) বৃহস্পতিবার ও সাপ্তাহিক ছুটি (শুক্রবার) থাকায় দুইদিন হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ ছিল। দুইদিন বন্ধের পর শনিবার সকাল থেকে আবারও দুই দেশের মাঝে আমদানি-রফতানি শুরু হয়।
হিলি পানামা পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক বলেন, দুইদিন বন্ধ থাকার পর আমদানি-রফতানি চালুর সঙ্গে পানামা পোর্ট অভ্যন্তরে ট্রাক থেকে পণ্য লোড-আনলোড কার্যক্রম স্বাভাবিক হয়েছে।
এছাড়াও আমদানিকারকরা যাতে পণ্য দ্রুত খালাস করে বাজারজাত করতে পারে সেজন্য তাদেরকে সবধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
-এএ