শুক্রবার, ০৯ মে ২০২৫ ।। ২৬ বৈশাখ ১৪৩২ ।। ১১ জিলকদ ১৪৪৬


মসজিদে আকসায় মুসল্লিদের ওপর ইসরা*য়েলি বাহিনীর হামলার তী*ব্র নিন্দা জমিয়তের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মসজিদে আকসায় মুসল্লিদের ওপর ইসরাইলি বাহিনীর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন জমিয়ত মহাসচিব ড. মহিউদ্দিন ইকরাম

জেরুসালেমে অবস্থিত মুসলমানদের পবিত্র স্থান মসজিদে আকসায় ফিলিস্তিনি রোজাদার মুসল্লিদের উপর ইসরাইলি বাহিনীর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব শায়খুল হাদিস হাফেজ মাওলানা ড. গোলাম মহিউদ্দিন ইকরাম।

আজ শনিবার (১৬এপ্রিল) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে এই নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

তিনি আরো বলেন, মুসলিম বিশ্বের নীরবতার কারণেই ইসরাইলি সন্ত্রাসী বাহিনী দিন দিন বেপরোয়া হয়ে নিরীহ মুসল্লিদের ওপর অন্যায় ভাবে হামলা চালাচ্ছে। রমজান মাসের পবিত্রতাকে নষ্ট করেছে। মুসলিম বিশ্বকে তাদের অন্যায় ও গর্হিত কাজের প্রতিবাদে জেগে উঠতে হবে।

তিনি জাতিসংঘ, ওআইসিসহ সকল মানবাধিকার সংগঠনকে ইসরাইলি বাহিনীর বর্বরতা বন্ধের কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জোর দাবি জানান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ