রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭


যে ৭৫টি কুরআনিক ম্যানারস আপনার জীবন পাল্টে দিতে পারে!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আহমাদ রিফআত: আদব বা শিষ্টাচার হলো এমন এক পরিভাষা, মানুষ যাকে ভদ্রতা হিসেবে জানে। আদব বা ভদ্রতাকে ইসলাম অনেক গুরুত্ব ও মর্যাদা দিয়েছে। হাদিসের পরিভাষায় ও ইসলামিক স্কলারদের বক্তব্যে তা সুস্পষ্ট।

ইসলামের সারবস্তু হলো আদব বা শিষ্টাচার। কেননা প্রকৃত মুসলিম তো সেই ব্যক্তি, যিনি আল্লাহর সঙ্গে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সঙ্গে এবং সাধারণ মানুষের সঙ্গে বিনম্র ও ভদ্র আচরণ করে চলে।

আদর্শ সমাজ গঠনে এ আদব-কায়দা বা ভদ্রতার প্রয়োজন অত্যধিক। মানুষের সঙ্গে মানুষের ভদ্রতা, শিষ্টাচার, ভালো ব্যবহার, ভাব বিনিময়, সালাম আদান-প্রদান, আনন্দ-বেদনা প্রকাশসহ উত্তম চরিত্র সম্পর্কে রয়েছে অনেক উপদেশ। আজ ৭৫টি কুরআনিক ম্যানারস নিয়ে আলোচনা করবো। যেগুলো আপনার জীবন পাল্টে দিতে পারে!

১. মিথ্যা বলবেন না (22:30) ২. গুপ্তচরবৃত্তি করবেন না (49:12) ৩. দম্ভ করবেন না (28:76) ৪. অপমান করবেন না (49:11)। ৫. অপচয় করবেন না (17:26) ৬. দরিদ্রদের খাওয়ান (22:36) ৭. গীবত করবেন না (49:12)।

৮. আপনার শপথ অটুট রাখুন (5:89) ৯. ঘুষ খাবেন না (27:36) ১০. আপনার চুক্তিকে সম্মান করুন (9:4) ১১. রাগ সংযত করুন (3:134)। ১২. গসিপ (কানে কানে ফিসফিস) ছড়াবেন না (24:15)।

১৩. অন্যদের সম্পর্কে ভাল চিন্তা করুন (24:12) ১৪. অতিথিদের সাথে ভালো ব্যবহার করুন (51:24-27) ১৫. মুমিনদের ক্ষতি করবেন না (33:58) ১৬. পিতামাতার সাথে অভদ্র আচরণ করবেন না (17:23)।

১৭. খারাপ কথাবার্তা থেকে দূরে থাকুন (23:3) ১৮. অন্যদের নিয়ে মজা করবেন না (49:11) ১৯. নম্রভাবে হাঁটুন (25:63) ২০. মন্দের জবাব ভালো দিয়ে দাও (41:34) ২১. আপনি যা করেন না তা বলবেন না (62:2)।

২২. আপনার বিশ্বাস এবং প্রতিশ্রুতি অটুট রাখুন (23:8) ২৩. অন্যের মিথ্যা উপাস্যদের গালিগালাজ করবেন না (6:108) ২৪. লেনদেনে লোকদের প্রতারিত করবেন না (6:152) ২৫. অনাধিকার চর্চা করবেনে না (3:162)।

২৬. অপ্রয়োজনীয় প্রশ্ন করবেন না (5:101) ২৭. কৃপণতা ও বাড়াবাড়ি করবেন না (25:67) ২৮. অন্যকে খারাপ নামে ডাকবেন না (49:11) ২৯. আত্মপ্রশংসা করবেন না (53:32)।

৩০. সুন্দরভাবে কথা বলুন, এমনকি অজ্ঞদের সাথেও (25:63) ৩১. ঋণ দিয়ে কোন প্রতিদান ও কৃতজ্ঞতা কামনা করবে না (76:9) ৩২. মজলিসে অন্যদের জন্য জায়গা তৈরি করুন (58:11) ৩৩. শত্রু যদি শান্তি চায়, তবে তা গ্রহণ করুন (8:61) ৩৪. কেউ আপনার কল্যানকামনা করলে আপনিও তার জন্য কল্যানকামনা করুন (4:86)।

৩৫. আপনার অনুগ্রহের কথা অন্যদের মনে করিয়ে দেবেন না (2:264) ৩৬. যুদ্ধরত গোষ্ঠীর মধ্যে শান্তি স্থাপন করুন (49:9) ৩৭. আপনার আওয়াজ নিচু করুন এবং পরিমিতভাবে কথা বলুন (31:19) ৩৮. কাউকে ঘৃণা করবেন না, তাহলে তারা অজ্ঞতাবশতঃ আপনার সাথে ধৃষ্টতা প্রদর্শন করবে (6:108) ৩৯. মানুষের কাছ থেকে খুব বেশি অনুগ্রহ আশা করবেন না (2:273)।

৪০. লোকেদের বাড়িতে প্রবেশ করার সময় সালাম করুন (24:27) ৪১. ন্যায়পরায়ণ হোন, এমনকি নিজের ও আত্মীয়দের সাথেও (4:135) ৪২. ভদ্রভাবে কথা বলুন, এমনকি কট্টর কাফের নেতাদের সাথেও (20:44) ৪৩. অন্যের ছোট অবদানের সমালোচনা করবেন না (9:79)।

৪৪. আপনি অন্যদের যেভাবে ডেকে থাকেন নবীকে সেভাবে ডাকবেন না (24:63) ৪৫. স্বামী এবং স্ত্রীর মধ্যে শান্তি স্থাপনের চেষ্টা করুন (4:128) ৪৬. কাউকে আড়াল থেকে উচুস্বরে ডাকবেন না (49:4) ৪৭. নিপীড়ন, দুর্নীতি হত্যার চেয়েও খারাপ (2:217)।

৪৮. জ্ঞানের কথা বুঝিয়ে ও উপদেশ শুনিয়ে উত্তমরূপে মানুষকে আহবান করুন (16:125) ৪৯. প্রমাণ ছাড়া অন্যের উপর অনৈতিকতার অভিযোগ করবেন না (24:4) ৫০. নবীর স্ত্রীদেরকে আপনার মায়ের মত বিবেচনা করুন (33:6) ৫১. আপনার আওয়াজ নবীর আওয়াজের উচু করবেন না (49:2) ৫২. না জেনে কাউকে কাফের বলবেন না (৪:৯৪)।

৫৩. কারো ঘরে প্রবেশের আগে অনুমতি নিন (24:59) ৫৪. আপনার শত্রুরা আপনার ঘনিষ্ঠ বন্ধু হতে পারে (41:34) ৫৫. দুর্বলদের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করবেন না (4:29) ৫৬. অহংকারী লোকেদের থেকে নিজেকে ফিরিয়ে রাখুন (31:18) ৫৭. অন্যকে ক্ষমা করুন, যেমন আপনি চান আল্লাহ আপনাকে ক্ষমা করুন (24:22)

৫৮. সমষ্টিগত কাজে অনুমতি গ্রহণ ব্যতীত চলে যাবেন না (24:62) ৫৯. পাপের জন্য গোপন বৈঠক করবেন না, বরং তাকওয়ার জন্য করুন (58:9) ৬০. নিজে কথা ভুলে গিয়ে অন্যকে ভালো কাজের আদেশ করবেন না (2:44) ৬১. শিক্ষকের আদেশে ধৈর্য ধরুন এবং তার নির্দেশাবলী অনুসরণ করুন (18:67-69)।

৬২. যারা আপনার কাছে আসে তাদের ভ্রুকুটি করবেন না, মুখ ফিরিয়ে নেবেন না বা অবহেলা করবেন না (80:10) ৬৩. কোনো অভাবী মানুষকে সাহায্য করতে না পারলে অন্তত সুন্দর কথা বলুন (17:28) ৬৪. আপনার অধীনস্থদের প্রতি সহানুভূতিশীল হোন এবং প্রয়োজনীয় বিষয়ে তাদের সাথে পরামর্শ করুন (3:159)।

৬৫. কোন সন্দেহজনক উৎস থেকে তথ্য এলে এর উপর আমল করার আগেই যাচাই করে নিন (49:6) ৬৬. খাবারের পরে অপ্রয়োজনীয়ভাবে অন্যের ঘরে অবস্থান করবেন না (33:53) ৬৭. আর্থিক প্রাচুর্যের অধিকারী তাদের কম আয়ের লোকদের জন্য সাহায্য চালিয়ে যাওয়া উচিত (24:22)।

৬৮. অনুমতি ছাড়া বাড়িতে প্রবেশ করবেন না এবং প্রবেশ অনুমতি না দিলে ফিরে আসবেন (24:27-28) ৬৯. যারা ধর্মকে উপহাস করে তাদের সাথে বসবেন না যতক্ষণ না তারা বিষয় পরিবর্তন করে (4:140)।

৭০. অনর্থক কথা শুনলে বলুন, এ বিষয়ে আমাদের কথা বলা উচিত নয় (24:16) ৭১. যদি নারীদের কোন কিছু জিজ্ঞেস করার প্রয়োজন হয়, পর্দার আড়াল থেকে জিজ্ঞেস করুন (33:53) ৭২. স্ত্রীকে আটকে রেখ ক্ষতি করার পরিবর্তে সৌহার্দ্যপূর্ণভাবে তালাক দিয়ে দিন (2:231)।

৭৩. কেউ আপনার ক্ষতি করলে তার সমানভাবে শাস্তি দিন বা ধৈর্য ধরুন, বরং ধৈর্য ধারণ করাই উত্তম (16:126) ৭৪. বর্ণ ও ভাষার পার্থক্য আল্লাহর নিদর্শন, শ্রেষ্ঠত্বের মাধ্যম নয় (৪৯:১৩) ৭৫. জোর করে নারীদের উত্তরাধিকার সম্পদ নিয়ে নেবেন না, বৈধ কারণ ছাড়া দাম্পত্য উপহার ফিরিয়ে নেবেন না এবং তাদের সাথে সদয়ভাবে বসবাস করুন (4:19)।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ