আওয়ার ইসলাম ডেস্ক: ‘মৈত্রীর বন্ধন গড়ে তুলি নতুন পৃথিবী’ সার্ক কালচারাল ফোরাম এ স্লোগানকে সামনে রেখে প্রতি বছর এ্যাওয়ার্ড প্রদান করে আসছে। শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ সার্ক পার্সোনালিটি এ্যাওয়ার্ড-২০২২ পেয়েছেন রাজধানী ঢাকার মানিকনগরের স্বনামধন্য প্রতিষ্ঠান ঢাকা আইডিয়াল সিটিজেন মাদরাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা হাসানুর রহমান।
আজ সোমবার রাজধানী ঢাকার পুরানা পল্টনের হােটেল এশিয়া এন্ড রিসাের্টস এ মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলােচনা সভা, দুস্থ্যদের মাঝে ঈদবস্ত্র বিতরণ, সার্ক পার্সোনালিটি এ্যাওয়ার্ড-২০২২ প্রদান ও ইফতার পার্টির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারপতি মীর হাসমত আলী। প্রধান আলােচক হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, সভাপতি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, এডভােকেট শামসুল হক টুকু এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সার্ক কালচারাল ফোরাম, বাংলাদেশের সভাপতি, এটিএম মমতাজুল করিম।
-এটি