রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭


‘রমজানের শিক্ষা হলো একে অপরের প্রতি সহমর্মিতা প্রদর্শণ করা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেছেন, আল্লাহ রমজানের রোজাকে আমাদের উপর ফরজ করেছেন।

যাতে আমরা মুত্তাকি হতে পারি। মুত্তাকি হলো সকল ধরণের কুফরকে অস্বিকার করা। নিজের ভীতর আল্লাহভীতি সৃষ্টি করা। আজ মানুষের মাঝে খোদাভীতি কমেগেছে। যার কারণে সামান্য তুচ্ছ বিষয়েও মানুষে মানুষে খুনাখুনি হচ্ছে।

সমাজ ও রাষ্ট্রে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। সুতরাং রমজানের শিক্ষা হলো নিজেদের মাঝে খোদাভীতি তৈরি করে একে অপরের প্রতি সহমর্মিতা প্রদর্শণ করা। একে একে অপরের সুখে দুখে শরীক হওয়া।

তিনি আরও বলেন, সাধারণ মানুষ মহাকষ্টে দিন অতিক্রম করছে। জিনিসপত্রের দাম এখনো তেমন কমেনি। মানুষের অর্জিত আয়ে ব্যয় সম্পন্ন হচ্ছে না।

সুতরাং সমাজের ধনীদের কর্তব্য গরীব ও অসহায়দের সহযোগিতায় এগিয়ে আসা। তিনি বিভিন্ন কল-কারখানা ও গার্মেন্টস মালিকদের উদ্দ্যেশ্যে বলেন, আল্লাহ আপনাদের মালিক বানিয়েছেন। শ্রমিকদের শ্রমের মাধ্যমে আপনাদের মুনাফা অর্জিত হয়। শ্রমিক কর্মচারীদের বেতন বোনাস ঈদের আগে পরিশোধ করলে তাদের পরিবার ভালোমতে ঈদ উদযাপন করতে পারবে। এতে আল্লাহ আপনাদের উপর খুশি হবেন এবং আপনাদের ব্যবসায় বরকত হবে।

তিনি সংগঠনের মহাসচিব মাওলানা মামুনুল হক সহ আটকৃত আলেম ও ইসলামী নেতৃবৃন্দকে দ্রুত মুক্তি দিতে সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান।

তিনি আজ বাংলাদেশ খেলাফত মজলিস শরীয়তপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

শরীয়তপুর সদরে ম্যাগডোনাস রেস্টুরেন্টে জেলা সভাপতি মাওলানা সাব্বির আহমদ উসমানীর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাওলানা খবীর উদ্দীনের পরিচালনায় বক্তব্য রাখেন সহ-সভাপতি মাওলানা হিফজুর রহমান শরীয়তপুর উলামা পরিষদ সভাপতি মাওলানা শফিউল্লাহ খান, ইসলামী আন্দোলন জেলা সভাপতি মুফতি তেফায়েল কাসেমী. জমিয়তে উলামায়ে ইসলাম জেলা সভাপতি মাওলানা ইদরিস কাসেমী, শরীয়তপুর কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মিজানুর রহমান মোল্লা, উসমানিয়া কওমিয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আবু বকর, মাওলানা আব্দুল্লাহ, মাওলানা মুসলিম উদ্দীন, মাওলানা আব্দুল মালেক, হাফেজ দবির উদ্দীন, মাওলানা আনিসুর রহমান, মাওলানা ওয়াহিদ প্রমূখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ