মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭

শিরোনাম :
নির্বাচন ডাকাতি যেন আর কখনো না ঘটতে পারে সেই ব্যবস্থা করতে হবে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে আর কখনও রাতের ভোট হবে না: আলী রীয়াজ এবার খামেনির পক্ষে ইরানের রাস্তায় লাখ লাখ মানুষ! কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড়

ফিলিস্তিনে কোরআনের হাফেজদের সম্মাননা অনুষ্ঠান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের হেবরন শহরে পবিত্র কোরআন হিফজের ২০তম সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গত বুধবার (২০ এপ্রিল) ইসলামিক চ্যারিটেবল সোসাইটির উদ্যোগে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে ফিলিস্তিনের ১৩২ নারী ও পুরুষ হাফেজ অংশগ্রহণ করে।

বর্ণাঢ্য এ সম্মাননা অনুষ্ঠানে ফিলিস্তিনের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপস্থিত ছিলেন প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের নির্বাহী সদস্য আহমদ আল তামিমি, সুপ্রিম ইসলামিক কাউন্সিল ও আল-আকসা মসজিদের খতিব শায়খ ইকরামা সাবরি, ওয়াকফ ও ধর্ম মন্ত্রণালয়ের প্রতিনিধি শায়খ ওয়াফিক আলাবি, ইসলামিক চ্যারিটেবল সোসাইটির প্রধান জুওয়াইদ আল তামিমি, জেরুজালেমের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যরা।

শায়খ ইকরামা সাবরি বলেন, পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করায় এ ধরনের সম্মাননার উদ্যোগ খুবই প্রশংসনীয়। ফিলিস্তিন জাতি সব ধরনের বাধা-বিপত্তি উপেক্ষা করে একের পর এক সাফল্য ছিনিয়ে আনবে। আল-আকসা মসজিদ ও ইবরাহিমি মসজিদসহ জেরুজালেমের পবিত্র স্থানগুলোতে ইসরায়েলি বাহিনীর
দখলদারি ও সহিংসতা একদিন ব্যর্থ হবে।

জুওয়াইদ আল তামিমি বলেন, পবিত্র রমজান মাসে অনাথ অভাবী মানুষের সেবায় এ সংস্থা কাজ করে যাচ্ছে। এতিম শিশুদের সহযোগিতা করতে ১৯৬১ সালে সংস্থাটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই পবিত্র কোরআন ও হাদিসের শিক্ষার্থীদের সম্মাননা দিয়ে আসছে। কোরআনের শিক্ষা প্রচার-প্রসারে সংস্থাটি বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক উদ্যোগ গ্রহণ করেছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ