আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ৪৮ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শুক্রবার (২২ এপ্রিল) সকাল ছয়টা থেকে শনিবার (২৩ এপ্রিল) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ডিএমপির গণমাধ্যম শাখা থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ডিএমপি জানিয়েছে, আসামিদের কাছ থেকে ১ হাজার ৬১ পিস ইয়াবা, ৫৫ কেজি ৯৩০ গ্রাম গাঁজা, ৬০ গ্রাম হেরোইন ও ৪৫০০০টি ট্যাফেনটেডল ট্যাবলেট জব্দ করা হয়।
আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৬ টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
-এএ