আওয়ার ইসলাম ডেস্ক: রমজান আমাদের সহমর্মিতা, সংযম ও ধৈর্য শিক্ষা দেয়। এই শিক্ষার আলোকে সকলকে সততা ও নিষ্ঠার সাথে দেশ গঠনে অবদান রাখার আহবান জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
শুক্রবার (২২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সার্কিট হাউজ চত্বরে নওগাঁ জেলা প্রশাসন আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য এই আহবান জানান।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং সুখী সমৃদ্ধশালী সোনার বাংলাদেশে উন্নত হচ্ছে। তার সুযোগ্য নেতৃত্বে করোনা প্যান্ডামিক মোকাবিলায় আমরা সক্ষম হয়েছি।
সাধন চন্দ্র মজুমদার বলেন, আমাদেরকে সন্ত্রাস ও মাদকমুক্ত, সততা, নিষ্ঠা ও নিয়মানুবর্তিতা মাধ্যমে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গঠনে দলমতের উর্দ্ধে থেকে কাজ করতে হবে। নিজেদের মধ্যে দেশপ্রেম গড়ে তুলতে হবে।
বঙ্গবন্ধর যে স্বপ্ন ঐক্যের বন্ধনে অসাম্প্রদায়িক দেশ গড়ার সেই বার্তা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ারও আহবান জানান মন্ত্রী।
-এএ