শুক্রবার, ০৯ মে ২০২৫ ।। ২৫ বৈশাখ ১৪৩২ ।। ১১ জিলকদ ১৪৪৬


আশপাশের দেশে করোনার বাড়ছে, বেখেয়ালি হলে চলবে না: স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আশপাশের দেশসহ অনেক দেশে করোনার সংক্রমণ বাড়ছে বলেছেন জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, এ কারণে আমাদের বেখেয়ালি হলে চলবে না। আমাদের সেই দিকে লক্ষ রাখতে হবে। আমাদের যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

শনিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় মানিকগঞ্জ জেলা প্রশাসকের বাসভবনে এক ইফতার অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

দেশে করোনা নিয়ন্ত্রণে রয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের দেশে করোনা নিয়ন্ত্রণে আছে। করোনার মধ্যেও আমাদের দেশ ভালো আছে। অর্থনৈতিকভাবে দেশ এগিয়ে যাচ্ছে। করোনা নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সব সময় সহযোগিতা ছিল ও দিকনির্দেশনা ছিল।

১৩ কোটি মানুষকে টিকা দেওয়া হয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, আমাদের দেশের মানুষ এখন সুরক্ষিত। মৃত্যুর সংখ্যা শূন্যে নেমে এসেছে। সংরক্ষণও নেই বললেই চলে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ