আওয়ার ইসলাম ডেস্ক: ঈদকে সামনে রেখে যাত্রীদের চাপে ফেলে অতিরিক্ত অর্থ আদায় আমাদের নজরে আসলে তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
রোববার (২৪ এপ্রিল) বিকেলে রাজধানীর সদরঘাট টার্মিনাল পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ঈদুল ফিতর উপলক্ষে সদরঘাট লঞ্চ টার্মিনালে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। যাত্রীরা জাতীয় পরিচয়পত্র সঙ্গে নিয়ে লঞ্চে ভ্রমণ করছেন৷ তারা মোটামুটি সন্তুষ্ট।
এ ছাড়া শৃঙ্খলা রক্ষায় লঞ্চে মোটরসাইকেল না ওঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, প্রতি ট্রিপে যাত্রী নির্ধারণ করে দেওয়া হয়েছে। যাত্রীর চাপ বেশি হলে ডাবল ট্রিপের ব্যবস্থা করা হবে। সবাই নির্দেশনা মানলে বাকিটা সামলে নেওয়া যাবে বলেও মন্তব্য করেন তিনি।
-এএ