আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীতে মাদক বিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ৪৭ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপি'র গণমাধ্যম শাখা এ তথ্য নিশ্চিত করেছে।
আসামিদের কাছ থেকে ১০ হাজার ১৮৫ পিস ইয়াবা, ১৩ কেজি ৭১০ গ্রাম গাঁজা ও ১৭ গ্রাম হেরোইন জব্দ করা হয়।
রোববার (২৪ এপ্রিল) সকাল ছয়টা থেকে সোমবার (২৫ এপ্রিল) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
তাদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩২ টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
-এএ