আওয়ার ইসলাম ডেস্ক: পটুয়াখালীর তিন উপজেলার মেয়াদ উত্তীর্ণ ৮টি ইউনিয়ন পরিষদে আগামী ১৫ জুন নির্বাচন অনুষ্ঠিন হতে যাচ্ছে।
সোমবার (২৫ এপ্রিল) নির্বাচন কমিশন ঘোষিত তফসিল এ ভোট গ্রহনের তারিখ উল্লেখ করা হয়েছে।
ঘোষিত তফসিলে উল্লেখ করা হয়েছে, পটুয়াখালী সদর উপজেলায় ৫টি, কলাপাড়া উপজেলায় দু’টি ও দশমিনা উপজেলায় ১টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
ইউনিয়নগুলো হচ্ছে, সদর উপজেলার ৫টি জৈনকাঠী, কালিকাপুর, ইটবাড়িয়া, মৌকরন ও লাউকাঠী ও কলাপাড়া উপজেলায় দুটি লতাচাপলী ও ধুলাসার এবং দশমিনা উপজেলার চরবোরহান।
তফসিলে অনুযায়ী আগামী ১৭ মে মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ, ১৯ মে বাছাই ও প্রত্যাহার ২৬ মে।
-এএ