বুধবার, ০৭ মে ২০২৫ ।। ২৩ বৈশাখ ১৪৩২ ।। ৯ জিলকদ ১৪৪৬

শিরোনাম :

ঈদযাত্রা: চার দিনে ফেরিতে ৭৪ হাজার গাড়ি পার, আয় সাড়ে ৫ কোটি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঈদুল ফিতরের আগে গত চার দিনে ছয়টি রুটে ফেরিতে ৭৪ হাজার ২৫৩টি যানবাহন পারাপার হয়েছে। এসব যান পারাপারে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) পাঁচ কোটি ৪৪ লাখ ৩১ হাজার ১২৬ টাকা আয় হয়েছে।

গত ২৮ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত মোট ৪৯টি ফেরিতে এসব যানবাহন পারাপার করা হয়।

বিআইডব্লিউটিসি'র এক পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে। পাটুরিয়া-দৌলতদিয়া, আরিচা-কাজিরহাট, শিমুলিয়া-বাংলাবাজার/মাঝিরকান্দি, চাঁদপুর শরীয়তপুরসহ ছয়টি রুটে এসব যান পারাপার হয়েছে।

বিআইডব্লিউটিসি’র হিসাব অনুযায়ী- গত ২৮ এপ্রিল ১৪ হাজার ২৮৯টি গাড়ি পারাপার হয়েছে। আয় হয়েছে এক কোটি ৩৩ লাখ ২১ হাজার ২০৩ টাকা। এর মধ্যে ২৯ এপ্রিল গাড়ি পারাপার হয়েছে ১৯ হাজার ৭১৫টি, যা থেকে আয় হয়েছে এক কোটি ৪৪ লাখ ৪৮ হাজার দুই টাকা।

৩০ এপ্রিল ২০ হাজার ৭০৩টি যানবাহন পারাপার হয়েছে, যা থেকে আয় হয়েছে এক কোটি ৩৮ লাখ ২১ হাজার ৬১২ টাকা। এছাড়া ১ মে ১৯ হাজার ৫৪৬টি গাড়ি পারাপার করে এক কোটি ২৮ লাখ ৪০ হাজার ৩০৯ টাকা আয় হয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ