সোমবার, ২১ এপ্রিল ২০২৫ ।। ৭ বৈশাখ ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে ক্ষোভ, প্রতিবাদ জানালেন শায়খ আহমাদুল্লাহ বিবাহ একটি ইবাদত, এর পবিত্রতা রক্ষা করা জরুরি নারী অধিকার কমিশনের সুপারিশে আলেম প্রজন্ম-২৪-এর আপত্তি  জুলাই-আগস্টের ত্যাগের পরও কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি: মির্জা ফখরুল নারীবিষয়ক সুপারিশগুলো কোরআন-হাদিসের সুস্পষ্ট লঙ্ঘন: জামায়াত আমির ‘১৬ বছরের জঞ্জাল দূর না করে নির্বাচন দিলে সমস্যা সমাধান হবে না’  প্রধান উপদেষ্টার কাছে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন জমা সরকারি নিবন্ধন পেল সাংস্কৃতিক সংগঠন ‘কলরব’ ‘সিরাহ মিউজিয়াম’ চালু করছেন মাওলানা মিজানুর রহমান আজহারী মহাসমাবেশ সফল করতে যেসব কর্মসূচি নিয়েছে হেফাজত

এতেকাফ অবস্থায় মারা গেলেন বৃদ্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এতেকাফ অবস্থায় অসুস্থ হয়ে মজিবর রহমান ওরফে মজিদ (৭২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

সোমবার (২ মে) দুপুর ১২টার দিকে উপজেলার চর ভূরুঙ্গামারী ইউনিয়নের নতুনহাট ঈদগাহ মাঠ জামে মসজিদে এ ঘটনা ঘটে। বিকেল সাড়ে ৫টার দিকে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

মজিবর রহমান চরভুরুঙ্গামারী ইউনিয়নের আকন্দপাড়া গ্রামের মৃত ধীরেন্দ্র নাথ সাহার ছেলে। স্বাধীনতা যুদ্ধের আগে সনাতন ধর্ম ত্যাগ করে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন।

চর ভূরুঙ্গামারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মানিক উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় নতুনহাট ঈদগাহ মাঠ জামে মসজিদে ১০ দিনের এতেকাফে ছিলেন মজিবর রহমান। আজ সকালে শ্বাসকষ্টজনিত কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে নিজ বাড়িতে নেওয়ার পথে দুপুর ১২টার দিকে তিনি মারা যান।

মজিবর রহমান দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন বলে জানিয়েছে তার পরিবার।

চর ভূরুঙ্গামারী ইউনিয়নের চেয়ারম্যান মানিক উদ্দিন বলেন, মজিবর রহমান তাবলিগ করতেন। তিনি পুরো মাসজুড়ে রোজা ছিলেন। এতেকাফের শেষ দিনে অসুস্থ হয়ে তিনি মারা যান। বিকেল সাড়ে ৫টার দিকে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

এনটি


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ