সোমবার, ২১ এপ্রিল ২০২৫ ।। ৭ বৈশাখ ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে ক্ষোভ, প্রতিবাদ জানালেন শায়খ আহমাদুল্লাহ বিবাহ একটি ইবাদত, এর পবিত্রতা রক্ষা করা জরুরি নারী অধিকার কমিশনের সুপারিশে আলেম প্রজন্ম-২৪-এর আপত্তি  জুলাই-আগস্টের ত্যাগের পরও কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি: মির্জা ফখরুল নারীবিষয়ক সুপারিশগুলো কোরআন-হাদিসের সুস্পষ্ট লঙ্ঘন: জামায়াত আমির ‘১৬ বছরের জঞ্জাল দূর না করে নির্বাচন দিলে সমস্যা সমাধান হবে না’  প্রধান উপদেষ্টার কাছে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন জমা সরকারি নিবন্ধন পেল সাংস্কৃতিক সংগঠন ‘কলরব’ ‘সিরাহ মিউজিয়াম’ চালু করছেন মাওলানা মিজানুর রহমান আজহারী মহাসমাবেশ সফল করতে যেসব কর্মসূচি নিয়েছে হেফাজত

আনন্দ উদযাপনে বেড়িয়ে বেপরোয়া মোটরসাইকেলে প্রাণ গেল ২জনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

  1. আওয়ার ইসলাম ডেস্ক: ঈদের আনন্দে বেড়াতে গিয়ে সিরাজগঞ্জের তাড়াশে বেপরোয়াভাবে মোটরসাইকেল চালানোর সময়ে পৃথক দুর্ঘটনায় দুজন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার বিকেলে উপজেলার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের মান্নাননগর এলাকায় ও তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কে বেরখালী এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ঈদে আনন্দ করার জন্য উঠতি বয়সী ছেলেরা বিভিন্ন সড়কে বেপরোয়াভাবে মোটরসাইকেল নিয়ে দ্রুতগতিতে চালানোর সময়ে তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কের বেরখালী নামক এলাকায় দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হন ও দুজন আহত হন।

নিহতদের মধ্যে উপজেলার তালম ইউনিয়নের বড়ইচড়া গ্রামের আববুক্কারের ছেলে মেহেদী হাসান (১৭) ও মাগুড়া বিনোদ ইউনিয়নের ঘরগ্রামের মোজাহার হোসেনের ছেলে শাকিল আহমেদ (১৪)।

পৃথক দুর্ঘটনায় আহতরা হলেন উপজেলার তালম ইউনিয়নের বড়ইচড়া গ্রামের রাকিব হোসেন (১৭), রাজ্জাকের ছেলে রনি আহমেদ (১৬), একই উপজেলার উজ্জল (১৯), শহিদুল ইসলাম (১৮), গোলাম হোসেন (১৪), রায়ঘ্জের ভুইয়াগাতী গ্রামের রবিউল ইসলাম (৩৪), তাড়াশ উপজেলার শুভার গ্রামের রায়হান আলী (৪০), জিম আহমেদ (১৮) ও রাকিব হোসেনসহ (২৫) অন্তত ২০ জন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তাড়াশ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো: শহিদুল ইসলাম বলেন, বিভিন্ন সড়কে আমাদের টহল চলমান রয়েছে। এসব দ্রুতগতি যানবাহনের বিরুদ্ধে অভিযান চলবে। এছাড়া নিহতের বিষয়ে থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।

এনটি


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ