সোমবার, ২১ এপ্রিল ২০২৫ ।। ৭ বৈশাখ ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে ক্ষোভ, প্রতিবাদ জানালেন শায়খ আহমাদুল্লাহ বিবাহ একটি ইবাদত, এর পবিত্রতা রক্ষা করা জরুরি নারী অধিকার কমিশনের সুপারিশে আলেম প্রজন্ম-২৪-এর আপত্তি  জুলাই-আগস্টের ত্যাগের পরও কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি: মির্জা ফখরুল নারীবিষয়ক সুপারিশগুলো কোরআন-হাদিসের সুস্পষ্ট লঙ্ঘন: জামায়াত আমির ‘১৬ বছরের জঞ্জাল দূর না করে নির্বাচন দিলে সমস্যা সমাধান হবে না’  প্রধান উপদেষ্টার কাছে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন জমা সরকারি নিবন্ধন পেল সাংস্কৃতিক সংগঠন ‘কলরব’ ‘সিরাহ মিউজিয়াম’ চালু করছেন মাওলানা মিজানুর রহমান আজহারী মহাসমাবেশ সফল করতে যেসব কর্মসূচি নিয়েছে হেফাজত

নরসিংদীর সামাজিক সংগঠন ‘উলামা পরিষদ আদিয়াবাদ’র আত্মপ্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নরসিংদীর রায়পুরায় ‘ওলামা পরিষদ আদিয়াবাদ’ নামে দ্বীনি ও সেবামূলক সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে।

বুধবার (৪ মে) সংগঠনটির আত্মপ্রকাশ উপলক্ষে আদিয়াবাদ লন্ডনি মোড় জামে মসজিদে জরুরি বৈঠকের আয়োজন করা হয়।

বৈঠকে সকলের পরামর্শক্রমে সংগঠনটির ১ বছর মেয়াদী আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে মাওলানা মাসউদুর রহমান,মাওলানা কফিল উদ্দিন, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা কবির হোসেন, মাওলানা রাকিব হাসান, হাফেজ আব্দুল আজিজ ও মাওলানা হাবীবুল্লাহ সিরাজকে উপদেষ্টা নিযুক্ত করে সর্বসম্মতিক্রমে মাওলানা হারিছুল হককে সভাপতি ও মুফতি সাইফুল ইসলাম ও মাওলানা আল আমিনকে সহ-সভাপতি ঘোষণা করা হয়।

সংগঠনটির সাধারণ সম্পাদক মাওলানা জুনায়েদ আহমেদ (জুসেল) ও মাওলানা আবু রায়হানকে সহ-সাধারণ সম্পাদক নিযুক্ত করা হয়। অর্থ সম্পাদক হিসেবে মাওলানা গুলজার আহমেদ ও মাওলানা হাবিবুল্লাহ রিয়াদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা ওবায়দুল্লাহ সিরাজ এবং ওবায়দুল্লাহ বিন ইবরাহীমকে মিডিয়া/প্রচার সম্পাদক মাওলানা আইয়ুব আনসারি, খালিদ সাইফুল্লাহ, আরাফাত নুর ও আল আমিনকে ঘোষণা করা হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন তালিমুল কুরআন মাদরাসার পরিচালক মাওলানা হারিছুল হক। এতে উপস্থিত হয়ে দুপুরের খাবার গ্রহণ করেন- আদিয়াবাদ ইউনিয়নের চেয়ারম্যান হাজি সেলিমও।

সভায় বক্তাগণ বলেন, বর্তমানে আমাদের সমাজে নানান কুসংস্কার ও অশ্লীলতায় ভরে গেছে। নৈতিক চরিত্রের বিপর্যয় ঘটেছে। খুন ধর্ষণ , চুরি-ডাকাতি ও অসহায় মানুষের উপর জুলুম নির্যাতন দিন দিন বৃদ্ধি পাচ্ছে।এ পরিস্থিতিতে আমাদেরকে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে। আদর্শবান মানুষ এবং দ্বীন প্রতিষ্ঠায় ওলামায়ে কেরামকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আর সে লক্ষ্যকে সামনে নিয়েই আমাদের এই উদ্যোগ।

সংগঠনটির প্রচার/মিডিয়া বিষয়ক সম্পাদক জানান, ‘উলামা পরিষদ আদিয়াবাদ’ সম্পূর্ণ রাজনীতিমুক্ত সচেতন একটি দ্বীনি ও সেবামূলক সংগঠন। এটি কোনো নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ নয়। সমাজের কল্যাণমূলক কাজ যা আমাদের সংগঠনের সকল সদস্যদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সু-সম্পর্কের মাধ্যমে বাস্তবায়িত হবে। দল মত নির্বিশেষে সব ধরনের ওলামা, আইম্মা ও অসহায় গরীব দুঃখী সকলের সেবায় নিয়জিত থাকবে ইনশাআল্লাহ।

-এএ


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ