শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬ ।। ২৫ পৌষ ১৪৩২ ।। ২০ রজব ১৪৪৭

শিরোনাম :
আধিপত্যবাদের বিরুদ্ধে নো কম্প্রোমাইজ: ইসলামী ছাত্র আন্দোলন  প্রতিদ্বন্দ্বী জুনায়েদ আল হাবীবকে ‘রোহিঙ্গা’ বলে ইঙ্গিত রুমিন ফারহানার ‘আসন সমঝোতা শিগগির চূড়ান্ত না হলে জনগণের প্রত্যাশা ব্যাহত হবে’  চারদিনে ইসিতে আপিল ৪৬৯টি, শেষদিন কাল সরকারকে বেকায়দায় ফেলতে বার বার হামলা চালানো হচ্ছে: মির্জা ফখরুল গাজীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ঝুটের অর্ধশতাধিক গোডাউন বেগম খালেদা জিয়ার ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে: জুনায়েদ আল হাবীব নির্বাচন সুষ্ঠু হবে কিনা জনমনে সংশয় রয়েছে: মঞ্জু যেসব গুরুত্বপূর্ণ স্থানে সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে ডিএমপি এই সমাজের রন্দ্রে রন্দ্রে আলেম বিদ্বেষ

বরগুনায় পৌর সুপার মার্কেটে ভয়াবহ আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বরগুনায় পৌর সুপার মার্কেটে ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়েছে অর্ধশতাধিক দোকান।

মঙ্গলবার রাত ১২টার দিকে পৌর সুপার মার্কেটে আগুন লাগে। প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর রাত আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১২টার দিকে পৌর সুপার মার্কেটে দাউদাউ করে আগুন জ্বলে। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে আশপাশের দোকানে। এতে সুপার মার্কেটের অর্ধশতাধিক দোকান পুড়ে গেছে। এখানে গার্মেন্টস, প্রসাধনী এবং জাল ও সুতার দোকানসহ বিভিন্ন ছোট ছোট দোকান ছিল।

বরগুনা ও পটুয়াখালী ফায়ার সার্ভিসের সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মো. জাকির হোসেন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তদন্ত সাপেক্ষে এ ঘটনার ক্ষয়ক্ষতি নির্ধারণ ও অগ্নিকাণ্ডের সূত্রপাত জানা যাবে।

বরগুনা পৌর সুপার মার্কেটে দুই শতাধিক দোকান ছিল।

বরগুনা পৌরসভা প্যানেল মেয়র রইসুল আলম রিপন বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সুযোগ-সুবিধা যেভাবে পাওয়া দরকার, সেভাবেই আমরা পাই।’

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ