মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫ ।। ৭ আশ্বিন ১৪৩২ ।। ১ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
জাতীয় নির্বাচন জুলাই সনদের আইনি ভিত্তিতেই হতে হবে : মাওলানা আবদুল হালিম  আমাদের লক্ষ্য দেশকে কল্যাণ রাষ্ট্রে রূপান্তর করা: পীর সাহেব চরমোনাই আমরা কুমিল্লা বিভাগ প্রতিষ্ঠা করব : খোন্দকার মোশাররফ পেছাল রাকসু নির্বাচন, নতুন তারিখ ১৬ অক্টোবর ফের গাজা থেকে ইসরায়েলে রকেট হামলা ফরিদপুরের ভাঙ্গায় পরিত্যক্ত ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার ভোলার বোরহানউদ্দিনে সিরাত মাহফিল অনুষ্ঠিত  সংস্কার ও বিচার নিশ্চিত হলে আগামীকালই নির্বাচন দেন : পীর সাহেব চরমোনাই ‘চরমোনাই পীরকে নিয়ে বিরূপ মন্তব্য, প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এ্যানীকে’ উত্তরখানে ইত্তেহাদুল উলামার কাউন্সিল, নতুন নেতৃত্বের অভিষেক

মক্কায় হজযাত্রীদের স্বাগত জানাতে প্রস্তুত বাংলাদেশ হজ মিশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সৌদি আরবে বিভিন্ন দেশ থেকে আসতে শুরু করেছেন হজযাত্রীরা। বাংলাদেশের হজযাত্রীদের স্বাগত জানাতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে মক্কায় বাংলাদেশ হজ মিশন। এদিকে হাজিদের চলাফেরা নির্বিঘ্ন করতে অনুমতি ছাড়া মক্কা ও মদিনার হজ সংশ্লিষ্ট এলাকায় প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

শুরু হয়ে গেছে পবিত্র হজের প্রস্তুতি। বিভিন্ন দেশ থেকে আসা হাজিদের গ্রহণ করতে শুরু করেছে সৌদি সরকার। বাংলাদেশের সরকারি ব্যবস্থাপনায় হাজিদের মক্কা-মদিনায় বাড়ি ভাড়া সম্পন্ন হলেও এখনো শেষ করতে পারেনি বেসরকারি সংস্থাগুলো।

করোনা মহামারির কারণে কঠোর স্বাস্থ্যবিধি মেনে এবার হজ কার্যক্রম পরিচালনার কথা জানিয়েছে সৌদি সরকার। এ বছর হাজির সংখ্যা অর্ধেকেরও কম হওয়ায় মক্কা মদিনায় বাড়ি ভাড়া অনেক কম বলে জানিয়েছেন হোটেল ব্যবসায়ীরা।

মক্কার হোটেল ব্যবসায়ী মো. ইয়াকুব আলী বলেন, বাড়ি ভাড়া একটু কমের মধ্যে আছে। কিন্তু বেসরকারি ট্র্যাভেল এজেন্সির মালিকরা সৌদি আরবে এখনো আসেননি।

মক্কা-বাংলাদেশ হজ মিশনের কাউন্সিলর জহিরুল ইসলাম বলেন, ‘মক্কা-মদিনায় বাড়ি ভাড়ার কাজ শেষ হয়েছে। শেষ মুহূর্তের প্রস্তুতি চলমান রয়েছে। মক্কায় হাজিদের সেবার জন্য আমরা ১৫৮ কর্মী নিয়োগ দিয়েছি।’

বাংলাদেশ থেকে আগত হাজিদের স্বাগত জানাতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে মক্কায় বাংলাদেশ হজ মিশন। হাজিদের সেবায় স্থানীয়ভাবে কয়েকশ’ কর্মী নিয়োগ দেয়া হয়েছে। এছাড়াও বাংলাদেশ থেকে হজ সংশ্লিষ্ট আইটি টিম ও স্বাস্থ্যকর্মীসহ বিভিন্ন শ্রেণির কর্মকর্তা এখন সৌদি আরবে অবস্থান করছেন।

২০১৯ সালে প্রায় ২৫ লাখ মানুষ হজে অংশ নেন। তবে ২০২০ সালে করোনা মহামারি শুরুর পর, কেবল এক হাজার বিদেশি হজযাত্রী অংশ নিতে পারবে বলে ঘোষণা দেয় সৌদি কর্তৃপক্ষ।

পরের বছর, ২০২১ সালে লটারির মাধ্যমে নির্বাচিত সৌদি নাগরিক ও বাসিন্দাদের মধ্যে ৬০ হাজার মুসলিম হজ পালনের অনুমতি পান। এ বছর স্থানীয় ও বাইরের দেশের মোট ১০ লাখ মুসল্লি পবিত্র হজ পালন করবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ