মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ ।। ৮ বৈশাখ ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৬


হাজিদের জন্য মক্কায় ৩ হাজার ভবন প্রস্তুত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলফিকার জাহিদ।।

এ বছর হজ মৌসুম শুরু হতেই মক্কাতে হাজিদের বসবাসের জায়গা নিয়ে এক ধরনের প্রতিযোগিতা শুরু হয়েছে। বিভিন্ন ভবনের মালিক হজযাত্রীদের বসবাসের জন্য তাদের বিল্ডিং প্রস্তুত করতে শুরু করেছেন। এক্ষেত্রে হাজিদের সুবিধার বিষয়টি খেয়াল রাখা হচ্ছে।

আল আরাবিয়ার খবরে বলা , হজ এবং ওমরাহ জাতীয় কমিটি ও মক্কার হোটেল কমিটির সদস্য হানি আল-আমিরি বলেছেন, এ বছর হাজিদের আবাসনের জন্য তিন হাজারের বেশি ভবন প্রস্তুত রয়েছে।

হানি আল-আমিরি বলেছেন , দেশ ও বিদেশ থেকে আগত হজযাত্রীদের জন্য মক্কা মুকাররমায় আড়াই লাখ হোটেল রুম প্রস্তুত রয়েছে। সব হোটেলে স্বাস্থ্যবিধির বিষয়টি গুরুত্ব দেয়া হয়েছে।

এছাড়াও, হোটেলের প্রতিটি অংশ পরিষ্কার এবং জীবাণুনাশকের ব্যবস্থা করা হবে।

মক্কায় হজযাত্রীদের আবাসন কমিটি বলেছে, হাজীদের আবাসনের ভবনের জন্য পারমিট প্রদান বন্ধ করা হয়েছে।এখন পর্যন্ত যেই বিল্ডিং মালিকদের অনুমোদন দেয়া হয়েছে তাদের বাইরে নতুন করে আর কাউকে অনুমোদন দেয়া হবে না।

এনটি


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ