মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫ ।। ৭ আশ্বিন ১৪৩২ ।। ১ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
জাতীয় নির্বাচন জুলাই সনদের আইনি ভিত্তিতেই হতে হবে : মাওলানা আবদুল হালিম  আমাদের লক্ষ্য দেশকে কল্যাণ রাষ্ট্রে রূপান্তর করা: পীর সাহেব চরমোনাই আমরা কুমিল্লা বিভাগ প্রতিষ্ঠা করব : খোন্দকার মোশাররফ পেছাল রাকসু নির্বাচন, নতুন তারিখ ১৬ অক্টোবর ফের গাজা থেকে ইসরায়েলে রকেট হামলা ফরিদপুরের ভাঙ্গায় পরিত্যক্ত ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার ভোলার বোরহানউদ্দিনে সিরাত মাহফিল অনুষ্ঠিত  সংস্কার ও বিচার নিশ্চিত হলে আগামীকালই নির্বাচন দেন : পীর সাহেব চরমোনাই ‘চরমোনাই পীরকে নিয়ে বিরূপ মন্তব্য, প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এ্যানীকে’ উত্তরখানে ইত্তেহাদুল উলামার কাউন্সিল, নতুন নেতৃত্বের অভিষেক

গুরুতর অসুস্থ পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশারফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: তিন সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশারফ। বর্তমানে তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে।

শুক্রবার দেশটির সাবেক এই সামরিক শাসকের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তার শারীরিক অবস্থা গুরুতর। বিভিন্ন অঙ্গ কাজ করা বন্ধ করে দিয়েছে।

তার পরিবার টুইটারে একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, পারভেজ মোশাররফ দীর্ঘ দিন ধরেই অসুস্থ। বর্তমানে তিনি ভেন্টিলেটরে নেই। তার অসুস্থতার (অ্যামাইলয়েডোসিস) জটিলতার কারণে তিন সপ্তাহ ধরে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। একটি কঠিন পর্যায়ের মধ্য দিয়ে যাচ্ছে তার স্বাস্থ্য। তার সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে।

এর আগে পারভেজ মোশারফের ঘনিষ্ঠ সহযোগী এবং পাকিস্তানের সাবেক তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী বলেন, তিনি গুরুতর অসুস্থ এবং সংযুক্ত আরব আমিরাতে একটি হাসপাতালে ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন।

৭৮ বছর বয়সী জেনারেল মোশারফ ১৯৯৯ থেকে ২০০৮ সাল পর্যন্ত পাকিস্তান শাসন করেছেন।

সাবেক প্রেসিডেন্ট ২০১৬ সাল থেকে দুবাইতে বসবাস করছেন। ২০০৭ সালে সংবিধান স্থগিত করার জন্য রাষ্ট্রদ্রোহের মামলার মুখোমুখি হয়েছিলেন তিনি। সাবেক এই সামরিক শাসক চিকিৎসার জন্য ২০১৬ সালের মার্চ মাসে দুবাই চলে যান এবং তারপর থেকে আর পাকিস্তানে ফিরেননি তিনি।

সূত্র : ডেইলি জং, জি ২৪ ঘণ্টা

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ