মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫ ।। ৭ আশ্বিন ১৪৩২ ।। ১ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
জাতীয় নির্বাচন জুলাই সনদের আইনি ভিত্তিতেই হতে হবে : মাওলানা আবদুল হালিম  আমাদের লক্ষ্য দেশকে কল্যাণ রাষ্ট্রে রূপান্তর করা: পীর সাহেব চরমোনাই আমরা কুমিল্লা বিভাগ প্রতিষ্ঠা করব : খোন্দকার মোশাররফ পেছাল রাকসু নির্বাচন, নতুন তারিখ ১৬ অক্টোবর ফের গাজা থেকে ইসরায়েলে রকেট হামলা ফরিদপুরের ভাঙ্গায় পরিত্যক্ত ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার ভোলার বোরহানউদ্দিনে সিরাত মাহফিল অনুষ্ঠিত  সংস্কার ও বিচার নিশ্চিত হলে আগামীকালই নির্বাচন দেন : পীর সাহেব চরমোনাই ‘চরমোনাই পীরকে নিয়ে বিরূপ মন্তব্য, প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এ্যানীকে’ উত্তরখানে ইত্তেহাদুল উলামার কাউন্সিল, নতুন নেতৃত্বের অভিষেক

মহানবি সা.-কে অবমাননার প্রতিবাদ: ঝাড়খণ্ডের রাজধানীতে সহিংসতায় দুজন নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মহানবী হজরত মুহাম্মদ সা. সম্পর্কে বিজেপিনেতাদের অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ চলাকালীন ভারতের ঝাড়খণ্ড রাজ্যে সহিংসতায় দুজনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে ১০ জন।

ঝাড়খণ্ডের রাজধানী রাঁচির রাজেন্দ্র ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস কর্তৃপক্ষ জানিয়েছে, গতকাল শুক্রবার পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের পরে হাসপাতালে নিয়ে আসা আহত দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ছাড়া আরও ১০ জনকে ওই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে।

এদিকে, শুক্রবার পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের পর রাঁচির কিছু এলাকায় কারফিউ জারি করা হয়েছে। বিক্ষোভকারীরা সাময়িক পদচ্যুত বিজেপিনেতা নূপুর শর্মাকে গ্রেপ্তারের দাবি জানান। মহানবী হজরত মুহাম্মদ সা. সম্পর্কে নূপুর শর্মার মন্তব্য ভারতসহ বিশ্বের ইসলাম ধর্মাবলম্বীদের মধ্যে প্রতিবাদের ঝড় তুলেছে।

শুক্রবার পুলিশকে লক্ষ্য করে বিক্ষোভকারীরা ঢিল ছুড়তে শুরু করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি চালায় এবং তাদের লাঠিপেটা করে।

এদিন রাঁচির প্রধান সড়কে বিপুল জনতা জড়ো হয়ে নিলম্বিত বিজেপিনেতা নূপুর শর্মা এবং দিল্লি বিজেপির মিডিয়া ইউনিটের সাবেক প্রধান নবীন জিন্দালের বিরুদ্ধে স্লোগান তোলেন। নবীন জিন্দালকে তার মন্তব্যের কারণে এরই মধ্যে বিজেপি বহিষ্কার করেছে।

অপ্রীতিকর ঘটনা এড়াতে রাঁচির সংশ্লিষ্ট এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। বিজেপি নেতাদের অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে শহরের অনেক দোকানপাট বন্ধ ছিল।

এদিকে, ঝাড়খণ্ডের রাজধানীতে সহিংসতা ছড়িয়ে পড়ার দিনে ভারতের অন্তত নয়টি রাজ্যের বেশ কয়েকটি শহর বিজেপিনেতাদের মন্তব্যের বিরুদ্ধে বিশাল বিক্ষোভের সাক্ষী হয়েছে। সূত্র: এনডিটিভি

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ