মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫ ।। ৭ আশ্বিন ১৪৩২ ।। ১ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
জাতীয় নির্বাচন জুলাই সনদের আইনি ভিত্তিতেই হতে হবে : মাওলানা আবদুল হালিম  আমাদের লক্ষ্য দেশকে কল্যাণ রাষ্ট্রে রূপান্তর করা: পীর সাহেব চরমোনাই আমরা কুমিল্লা বিভাগ প্রতিষ্ঠা করব : খোন্দকার মোশাররফ পেছাল রাকসু নির্বাচন, নতুন তারিখ ১৬ অক্টোবর ফের গাজা থেকে ইসরায়েলে রকেট হামলা ফরিদপুরের ভাঙ্গায় পরিত্যক্ত ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার ভোলার বোরহানউদ্দিনে সিরাত মাহফিল অনুষ্ঠিত  সংস্কার ও বিচার নিশ্চিত হলে আগামীকালই নির্বাচন দেন : পীর সাহেব চরমোনাই ‘চরমোনাই পীরকে নিয়ে বিরূপ মন্তব্য, প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এ্যানীকে’ উত্তরখানে ইত্তেহাদুল উলামার কাউন্সিল, নতুন নেতৃত্বের অভিষেক

তেল সরবরাহ কমিয়ে দেবে সৌদি আরব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জুলাই মাসে চীনে তেলের যে সরবরাহ দেয়া হবে তার পরিমাণ কমিয়ে দেবে সৌদি আরব। এ বিষয়ে জানেন এমন সূত্রের উদ্ধৃতি দিয়ে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ও ব্লুমবার্গ।

রিপোর্ট অনুযায়ী, বিশ্বে তেল রপ্তানিতে সবচেয়ে বৃহৎ প্রতিষ্ঠান সৌদি আরামকো এরই মধ্যে চীনের কমপক্ষে চারটি রিফাইনারিকে নোটিফাই করেছে। তাতে তাদেরকে জানিয়ে দেয়া হয়েছে, আগামী মাসে তাদেরকে যে পরিমাণ তেল দেয়ার কথা তার চেয়ে কম সরবরাহ দেবে সৌদি আরব।

সূত্রগুলো জানায়, রাশিয়ার কাছ থেকে কম দামে উল্লেখযোগ্য পরিমাণ তেল আমদানি করছে চীন। তাদের এই আমদানি বৃদ্ধিই পাচ্ছে। এর প্রেক্ষিতে সৌদি আরব ওই উদ্যোগ নিয়েছে। রাশিয়ার তেলের ওপর পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা, বিধিনিষেধ দেয়ার ফলে ওইসব দেশে সৌদি আরবের তেলের চাহিদা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে ইউরোপ রাশিয়ার জ্বালানির ওপর নির্ভরশীল। তারা সেখান থেকে তেল না পেয়ে বাইরের দিকে তাকাচ্ছে।

নতুন নতুন সরবরাহকারী খুঁজছে।

রিপোর্টে বলা হয়েছে সৌদি আরব থেকে জাপান, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড এবং ভারত যে পরিমাণ তেল পাওয়ার কথা, তার পুরোটাই পাবে। মালয়েশিয়ার পেঙ্গেরাং-এর রিফাইনারিসহ কিছু রিফাইনারি এক্ষেত্রে বাড়তি সরবরাহ পাবে। সূত্র আরও জানায়, ইউরোপিয়ান অঞ্চলের কমপক্ষে তিনটি রিফাইনারি সৌদি আরবের কোম্পানিটির কাছ থেকে তাদের জুলাই মাসের চাহিদার পুরোটাই পাবে। এ সপ্তাহের শুরুতে, সৌদি আরামকো তাদের জুলাই মাসের সরবরাহ বিশেষ করে আরব লাইট ক্রুডের দাম জুন মাস থেকে এক ধাক্কায় বাড়িয়ে দেয় ২.১০ ডলার।

প্রত্যাশার চেয়ে এই পরিমাণ অনেক বেশি। এর ফলে বিশ্বজুড়ে এই তেলের দাম প্রতি ব্যারেল ছাড়িয়ে যায় ১২০ ডলার। সরবরাহে ঘাটতি এবং উত্তর গোলার্ধে ভরা গ্রীষ্ম মৌসুমে জ্বালানির তীব্র চাহিদা থাকার ফলে এই দাম আরও বেড়ে যাওয়ার আশঙ্কা আছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ