মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫ ।। ৭ আশ্বিন ১৪৩২ ।। ১ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
জাতীয় নির্বাচন জুলাই সনদের আইনি ভিত্তিতেই হতে হবে : মাওলানা আবদুল হালিম  আমাদের লক্ষ্য দেশকে কল্যাণ রাষ্ট্রে রূপান্তর করা: পীর সাহেব চরমোনাই আমরা কুমিল্লা বিভাগ প্রতিষ্ঠা করব : খোন্দকার মোশাররফ পেছাল রাকসু নির্বাচন, নতুন তারিখ ১৬ অক্টোবর ফের গাজা থেকে ইসরায়েলে রকেট হামলা ফরিদপুরের ভাঙ্গায় পরিত্যক্ত ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার ভোলার বোরহানউদ্দিনে সিরাত মাহফিল অনুষ্ঠিত  সংস্কার ও বিচার নিশ্চিত হলে আগামীকালই নির্বাচন দেন : পীর সাহেব চরমোনাই ‘চরমোনাই পীরকে নিয়ে বিরূপ মন্তব্য, প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এ্যানীকে’ উত্তরখানে ইত্তেহাদুল উলামার কাউন্সিল, নতুন নেতৃত্বের অভিষেক

দারুল উলুম দেওবন্দের ইফতা বিভাগের প্রধান মুফতি হাবিবুর রহমান খাইরাবাদী অসুস্থ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: ভারতের ঐতিহ্যবাহী দীনি বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দের প্রধান মুফতি, মুফতি হাবিবুর রহমান খাইরাবাদী বেশি অসুস্থ৷ হাসপাতালে ভর্তি!

দেওবন্দের ইসলামিক মিডিয়ার বরাতে জানা যায়, মুফতি হাবিবুর রহমান খাইরাবাদী মুজাফফার নগরের একটি হাসপাতালে ভর্তি করানো হয়। অসুস্থতার তীব্রতার কারণে ওখান থেকে মিরাঠের একটি হাসপাতালে পাঠিয়ে দেয়৷ সেখানে এখন চিকিৎসাধীন রয়েছেন তিনি।

দারুল উলুম দেওবন্দ ও তার পরিবার সবার কাছে তার সুস্থততার জন্য দোয়া চেয়েছেন। বর্তমানে মুফতি হাবিবুর রহমান খাইরাবাদী দারুল উলুম দেওবন্দের বয়স্ক আকাবিরদের একজন৷ বয়স প্রায় ৯০ এর কাছাকাছি৷ দীর্ঘ ৪২ বছর যাবত দেওবন্দে মুফতি হিসেবে খেদমত করে যাচ্ছেন তিনি৷

মুফতি হাবিবুর রহমান ১৯৩৩ সালের ১১ আগস্ট ভারতের আজমগড়ের খয়রাবাদ শহরে জন্মগ্রহণ করেন। মোবারকপুরের মাদ্রাসা ইয়াহইয়া উল উলুম, দারুল উলুম মৌ এবং লখনউয়ের দারুল মুবাল্লিগীনে পড়াশোনার পর মাজাহির উলুম, সাহারানপুরে দাওরায়ে হাদিস (মাস্টার্স) সমাপ্ত করেন। পাশাপাশি তিনি আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে অনার্স ও মাস্টার্স ডিগ্রি লাভ করেছেন।

ব্যক্তিগতভাবে তিনি হুসাইন আহমদ মাদানি রহ. এর কাছে সহীহ বুখারী ও সুনান আত-তিরমিজী এবং মিরাজুল হক দেওবন্দির কাছে আল মুতানাব্বির দেওয়ানের পাঠ গ্রহণ করেছেন।

শিক্ষাজীবন সমাপ্তির পর তিনি মালেগাঁওয়ের মাহদে উলুমে শিক্ষকতা করার মাধ্যমে কর্মজীবনের সূচনা করেন। এরপর তিনি মোরাদাবাদের মাদ্রাসা হায়াতুল উলুমে যোগদান করেন। এখানে তিনি একাধারে ২৩ বছর ইসলামি আইনশাস্ত্র বিভাগের দায়িত্বে ছিলেন।

১৯৮৮ সালে তিনি দারুল উলুম দেওবন্দের শিক্ষক নিযুক্ত হন এবং অল্প সময়ে দারুল ইফতা বিভাগে পদোন্নতি পান। ২০০৮ সালে তিনি জাফিরুদ্দিন মিফতাহির স্থলাভিষিক্ত হন।

রচিত গ্রন্থসমূহের মধ্যে রয়েছে

রাসূলপ্রেমের একগুচ্ছ গল্প
আপনার নামাজ ত্রুটিমুক্ত করুন
ঈমান ও ইয়াকিন
হাশিয়া ফতোয়ায়ে রশিদিয়্যা
মাসায়েলে কুরবানি
রমাদান আওর উসকে রোজ
শবে বরাত আরও কুরআন
শরাহে মুফিদুত তালিবীন
যাকাত কি আহমিয়্যাত ইত্যাদি

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ