মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭

শিরোনাম :
নির্বাচন ডাকাতি যেন আর কখনো না ঘটতে পারে সেই ব্যবস্থা করতে হবে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে আর কখনও রাতের ভোট হবে না: আলী রীয়াজ এবার খামেনির পক্ষে ইরানের রাস্তায় লাখ লাখ মানুষ! কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড়

ছুটির আগেই হল ছাড়ার নির্দেশে ইবি শিক্ষার্থীদের ক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঈদ উল আযহা উপলক্ষে শনিবার বন্ধ হচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। তবে ক্লাস বন্ধ হওয়ার দু’দিন আগেই বৃহস্পতিবার শিক্ষার্থীদের আবাসিক হল ছাড়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। এতে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।

আজ রোববার ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মু: আতাউর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘আগামী শনিবার থেকে ১৬ জুলাই পর্যন্ত ঈদের ছুটি থাকায় বৃহস্পতিবার সকাল ১০টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয়া হলো। ছুটি শেষে ১৫ জুলাই সকাল ১০টায় হল খুলে দেয়া হবে। শনিবার থেকে ১৩ জুলাই পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অফিস বন্ধ থাকবে।’

এদিকে ছুটি শুরুর আগে হল ছাড়ার নির্দেশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।

লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী তাসফিয়া ইয়াসমিন বলেন, বুধবার পর্যন্ত পরীক্ষার শিডিউল আছে। এদিকে বৃহস্পতিবার সকাল ১০টায় হল ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে। কিন্তু বৃহস্পতিবার উত্তরবঙ্গের শিক্ষার্থীদের যাতায়াতের মাধ্যম রুপসা ট্রেন বন্ধ। এই অযৌক্তিক সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাচ্ছি।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাশেদ আহমেদ বলেন, করোনার কারণে শিক্ষার্থীদের দু’বছর নষ্ট হয়েছে। শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে দিতে গ্রীষ্মকালীন ছুটি বাতিলের দাবি করা হয়েছিল। কিন্তু সে দাবি মানেননি প্রশাসন। এখন আবার অনেক আগেই ঈদের ছুটি শুরু হচ্ছে। এছাড়া হল বন্ধ হচ্ছে ছুটি শুরুর আগেই। এটা কখনোই শিক্ষার্থীবান্ধব সিদ্ধান্ত হতে পারে না।

প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. ইয়াসমিন আরা সাথী বলেন, এটা তো কারো একক সিদ্ধান্ত নয়। প্রভোস্ট কাউন্সিলের মিটিংয়ে সবার মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ