মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭

শিরোনাম :
নির্বাচন ডাকাতি যেন আর কখনো না ঘটতে পারে সেই ব্যবস্থা করতে হবে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে আর কখনও রাতের ভোট হবে না: আলী রীয়াজ এবার খামেনির পক্ষে ইরানের রাস্তায় লাখ লাখ মানুষ! কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড়

বন্যা পরিস্থিতি পরিদর্শনে সিলেটে স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বন্যা পরিস্থিতি উন্নত হলেও বন্যা সৃষ্ট দুর্ঘটনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা যেন থামছেই না। বৃদ্ধি পাচ্ছে বন্যাকবলিত এলাকায় রোগের আক্রমণ। এ অবস্থায় বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে হেলিকপ্টারে করে সিলেট পৌঁছেছেন স্বাস্থ্য ও পারিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। পরিদর্শন শেষে স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে করণীয় প্রসঙ্গে জরুরি মতবিনিময় সভায় অংশ নিবেন তিনি।

সোমবার (২৭ জুন) সিলেটের বিভিন্নি এলাকা ঘুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে আসেন তিনি। এসময় তার সাথে ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।

সিলেটের বন্যা পরিস্থিতি দেখতে সকাল ৯টায় রাজধানীর তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দর থেকে রওনা দেন তিনি। সিলেটের বেশ কিছু এলাকা পরিদর্শন শেষে ১১টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বন্যার কারণে রাস্তা ঘাট নষ্ট হয়ে যাওয়ায় হেলিকপ্টারে তিনি সিলেট পরিদর্শন করেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বন্যায় সবমিলিয়ে দেশে এখন পর্যন্ত নানা রোগে আক্রান্ত হয়ে মারা গেছে ৮৪ জন। সিলেট বিভাগেই ৫২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ১৮ জন, সুনামগঞ্জে ২৬ জন, মৌলভীবাজারে ৪ জন এবং হবিগঞ্জে ৪ জন মারা গেছেন। এছাড়া ময়মনসিংহ বিভাগে ২৮ জন মারা গেছে।

এর মধ্যে ময়মনসিংহে ৫ জন, নেত্রকোণায় ৯ জন, জামালপুরে ৯ জন এবং শেরপুরে ৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও রংপুর বিভাগে এখন পর্যন্ত বন্যায় ৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কুড়িগ্রামে ৩ জন এবং লালমনিরহাটে ১ জন। তবে রংপুর বিভাগে কারো মৃত্যু হয়নি। এছাড়াও বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছে ৫ হাজার ৮৯০ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ