মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ ।। ৯ বৈশাখ ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৬


করোনায় একদিনে ৯ মৃত্যু, শনাক্ত ৬৫৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশে ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে আরও ৬৫৬ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৩.৭৮ শতাংশ।

মঙ্গলবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাসংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৯ জনের মধ্যে ৪ জন পুরুষ এবং ৫ জন নারী।

এ নিয়ে দেশে এখন পর্যন্ত ১৯ লাখ ৯১ হাজার ৩১ জনের করোনা শনাক্ত হলো। এর মধ্যে মধ্যে মারা গেছেন ২৯ হাজার ২১২ জন।

সর্বশেষ ২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ৫৭৮ জন ঢাকা বিভাগের, ৫১ জন চট্টগ্রাম বিভাগের, ১৫ জন রংপুর বিভাগের, ৪ জন রাজশাহী বিভাগের, ৬ জন সিলেট বিভাগের এবং বরিশাল ও ময়মনসিংহ বিভাগের একজন করে।

এই সময়ে ৪ হাজার ৭৬১টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৭৮ শতাংশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে ১ হাজার ৫৪২ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৯ লাখ ১৫ হাজার ৮৬০ জন।

সুস্থতার হার ৯৬ দশমিক ২২ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৪৭ শতাংশ।

-এএ


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ