বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ ।। ১ মাঘ ১৪৩২ ।। ২৬ রজব ১৪৪৭


চট্টগ্রামের ‘জামিয়া মাদানিয়া শুলকবহর’ পরিদর্শনে সাইয়েদ আসজাদ মাদানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আদিয়াত হাসান: চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ‘জামিয়া মাদানিয়া শুলকবহর মাদ্রাসা’ পরিদর্শন করলেন আওলাদে রাসুল সায়্যেদ হুসাইন আহমদ মাদানী রহ. এর সাহেবজাদা সায়্যেদ আসজাদ মাদানি। এ সময় তার সঙ্গে ছিলেন ফকিহুল মিল্লাত মুফতি আবদুর রহমান রহ. এর সাহেবজাদা, শুলকবহর মাদরাসার পরিচালক মুফতি আরশাদ রাহমানী।

জানা যায়, চট্টগ্রাম সফরের সময় আজ বেলা ১২টায় তিনি শুলকবহর মাদরাসায় যান। জামিয়ার মাকবারায় শায়িত হযরত মাদানী রহ. এর মুরিদ মরহুম আব্দুর রউফ’র কবর তিনি জিয়ারত করেন। এরপর ছাত্র-উস্তাদদের উদ্দেশ্যে নসিহকমূলক কিছু আলোচনা করেন।

আলোচনায় সায়্যেদ আসজাদ মাদানি শুদ্ধ সালামের চর্চার প্রতি গুরুত্বারোপ করেন। পাশাপাশি তিনি নশ্বর এ পৃথিবীতে সাধাসিধে জীবনযাপনে অভ্যস্ত হওয়ার তাগিদ দেন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ