মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ ।। ৮ বৈশাখ ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৬


করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ১৯৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গত ২৪ ঘণ্টায় করোনায় দেশে আরও একজনের মৃত্যু হয়েছে। এ সময় করোনা শনাক্ত হয়েছে ১৯৮ জনের। এ নিয়ে দেশে শনাক্ত মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৮ হাজার ৬৮ জন হয়েছে। তাদের মধ্যে মারা গেছে মোট ২৯ হাজার ৩০৯ জন।

আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৮৮৮টি নমুনা পরীক্ষা করে ১৯৮ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। আগের দিন ২৩৯ জন নতুন রোগী শনাক্ত হয়েছিল। এর আগে একদিনে এর চেয়ে কম রোগী শনাক্ত হয়েছিল সর্বশেষ ১৪ জুন, সেদিন ১৬২ জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছিল।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ৯ শতাংশ। আগের দিন শনাক্তের হার ছিল ৪ দশমিক ৩৪ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় ৩৮৬ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৪৯ হাজার ৫৪০ জন।

বাংলাদেশে করোনা ভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে ২০২০ সালের ৮ মার্চ। গত বছরের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর।

-এএ


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ