রবিবার, ২৭ এপ্রিল ২০২৫ ।। ১৪ বৈশাখ ১৪৩২ ।। ২৯ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
জমিয়তের নবনির্বাচিত সভাপতি আল্লামা উবায়দুল্লাহ ফারুকের বর্ণাঢ্য জীবন হজের ফ্লাইট শুরু মঙ্গলবার কাশ্মীরে ভারতীয় বাহিনীর তল্লাশি অভিযান আরও জোরদার; পাহালগামে অভিযানের পঞ্চম দিন জামিয়া শরইয়্যাহ মালিবাগের শায়খুল হাদীস মাওলানা জাফর আহমদ সাহেব রোড এক্সিডেন্ট করেছেন। আল্লামা আমিনুল হক রহ.: জীবনরেখা ও কর্মধারা ফ্যাসিবাদের বিচারকদেরও বিচার হতে হবে: রিজভী ৩ মের মহাসমাবেশ সফল করুন : হেফাজতে ইসলাম ফিলিস্তিন ও কাশ্মীর ইস্যুতে উম্মাহর  ঐক্য জরুরি: নেজাম ইসলাম পার্টি নবনির্বাচিত আমির ও মহাসচিবকে অভিনন্দন জানালো ছাত্র আন্দোলন বিশ্ব মেধা সম্পদ দিবস: মেধার হোক সঠিক ব্যবহার

ইসলামী যুব আন্দোলন নেতা নূরউন নাবীর মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক: ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোগি সংগঠন ইসলামী যুব আন্দোলন-এর কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য সম্পাদক মুফতী শেখ মুহাম্মদ নুর-উন-নাবীকে গত মঙ্গলবার গভীর রাতে রাজধানীর যাত্রাবাড়ী থানার মাহমুদনগরের বাসা থেকে গ্রেফতার করেছে পুলিশ। সেইসাথে তার ছোট ভাই নাহিদ হাসান নূহ, ভগ্নিপতি মুস্তাফিজুর রহমানকেও গ্রেফতার করে ডেমরা থানায় নিয়ে যায়। সেখান থেকে যাত্রাবাড়ী থানায় নেয়া হয়। পরে একটি মামলা দেখিয়ে কোর্টে চালান দিলে আবেদন নামঞ্জুর করে জেলে পাঠানোর নির্দেশ দেন বিচারপতি। জানা যায় ৭ আগস্টের একটি অন্য রাজনৈতিক দলের মামলায় গ্রেফতার দেখানো হয় নূর-উন নাবীকে।

ইসলামী যুব আন্দোলন-এর কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য সম্পাদক মুফতী শেখ মুহাম্মদ নুর-উন-নাবীকে গ্রেফতারের তীব্র নিন্দা ও অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে বুধবার রাতে রাজধানীর পুরানা পল্টন অফিস চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে পল্টন, বিজয়নগর, পল্টনমোড় হয়ে বায়তুল মোকাররম উত্তর গেটে এসে সমাপ্ত করা হয়।

বিক্ষোভ পূর্ব সমাবেশে নেতৃবৃন্দ বলেন, অবিলম্বে যুবনেতা মুফতী শেখ মুহাম্মদ নুর-উন-নাবীকে মুক্তি না দেয়া হলে দেশব্যপী দূর্বার আন্দোলন গড়ে তোলা হবে। বিক্ষোভ পূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলন-এর সেক্রেটারি জেনারেল আতিকুর রহমান মুজাহিদ।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ুম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতী মানসুর আহমদ সাকী, সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) মুফতী হুসাইন মুহাম্মদ কাওছার বাঙ্গালী, দাওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদক মুফতী রহমাতুল্লাহ বিন হাবিব, প্রকাশনা সম্পাদক মাষ্টার মাহবুবুর রহমান, প্রচার সম্পাদক মুফতী আবু বকর সিদ্দীক, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক আ হ ম আলাউদ্দীন, যুব কল্যাণ ও কর্মসংস্থান সম্পাদক মুহাম্মাদ ইউনুছ তালুকদার, উপ-সম্পাদক আলহাজ্ব শফিকুল ইসলাম, এম এ হাসিব গোলদার ও নগর নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ আরও বলেন, ইসলামী যুব আন্দোলন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে ধারন করে রাজনীতি করে। পীর সাহেব চরমোনাইর আদর্শিক নেতৃত্বে তারা এদেশের সার্বিক উন্নতির লক্ষ্যে কাজ করে। এই সংগঠনকে নিয়ে খেলার পরিণতি ভয়াবহ হতে পারে বলে নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

তারা অবিলম্বে যুবনেতা নূর-উন নাবীল নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে বলেন, অন্যথায় সারাদেশে আন্দোলনের দাবানল জ্বলে উঠলে সরকারকেই এর দায়ভার নিতে হবে।

কেএল/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ