শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ ।। ১৩ বৈশাখ ১৪৩২ ।। ২৮ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
জমিয়তের জাতীয় কাউন্সিল ২০২৫-এর নতুন প্রস্তাবনা ‘আন্তঃধর্মীয় সম্প্রীতি ব্যতিত জুলাই গণঅভ্যুত্থানের সংহতি বজায় রাখা সম্ভব নয়’ গুজরাটে ১ হাজারের বেশি বাংলাদেশি গ্রেপ্তার এবার যে ২০ ভাষায় অনুবাদ করা হবে হজের খুতবা সংসদ ও রাষ্ট্রপতির মেয়াদ ৫ বছরের পক্ষেই জামায়াত স্বামীর টাকায় হজ করলে ফরজ আদায় হবে? ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ ৩০ ফিলিস্তিনি, নেই উদ্ধারের প্রয়োজনীয় যন্ত্রপাতি পেহেলগামে হামলার স্বচ্ছ তদন্তের জন্য পাকিস্তান প্রস্তুত: শাহবাজ শরীফ জমিয়তের সভাপতি আল্লামা ওবায়দুল্লাহ ফারুক মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি খেলাফত আন্দোলনের নতুন মহাসচিব মাওলানা ইউসুফ সাদিক হক্কানী

চীনে বাংলাদেশি শিক্ষার্থীদের প্রথম ফ্লাইট সোমবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনা ভাইরাসের কারণে আটকেপড়া চীনের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের চীনে যাওয়া শুরু হ‌চ্ছে। শিক্ষার্থীদের নিয়ে প্রথম ফ্লাইট‌টি সোমবার (২৬ সেপ্টেম্বর) কুনমিংয়ের উদ্দেশে যাত্রা করবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, কূটনৈতিক প্রচেষ্টার পর আটকেপড়া বাংলাদেশি শিক্ষার্থীদের ফিরিয়ে নিতে রাজি হয়েছে চীন। এ জন্য ৬টি চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করেছে দেশটি। সোমবার প্রথম ফ্লাইটে শিক্ষার্থীদের এক‌টি দল চীনে যাবে।

এর আগে গত রোববার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর পূর্বাচলে নবনির্মিত বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে চীনের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক সংবর্ধনায় দেশটির রাষ্ট্রদূত লি জিমিং বলেন, চীনে শিক্ষা কার্যক্রমের সঙ্গে জড়িত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা দেয়ার প্রক্রিয়া আবারও শুরু হয়েছে। তাদের জন্য নির্ধারিত ছয়টি চার্টার্ড ফ্লাইট চালু হবে। এর মধ্যে প্রথম ফ্লাইট সোমবার (২৬ সেপ্টেম্বর) যাত্রা করবে।

এর আগে গত ৭ আগস্ট বাংলাদেশ সফররত চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-কে এ বিষয়ে অনুরোধ করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তখন ওয়াং ই শিগগির বাংলাদেশের শিক্ষার্থীদের চীনের ক্যাম্পাসে ফিরিয়ে নেয়ার ঘোষণা দেন।

তার ওই ঘোষণার কয়েক দিন পর থেকেই বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা দিতে শুরু করে ঢাকায় চীনের দূতাবাস।

রোববার চীনা দূতাবাস জানায়, চায়না সাউদার্ন এয়ারলাইনসের ৩টি চার্টার্ড ফ্লাইট ঢাকা থেকে ২৬ সেপ্টেম্বর, ১০ অক্টোবর ও ২৪ অক্টোবর কুনমিং যাবে। এ ছাড়া চায়না ইস্টার্ন এয়ারলাইনসের আরও তিনটি ফ্লাইট ঢাকা থেকে ২৮ সেপ্টেম্বর, ১২ অক্টোবর ও ২৬ অক্টোবর গুয়াংজু যাবে।

চীন দূতাবাস জানায়, বাংলাদেশ সরকারের পররাষ্ট্র ও শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে চায় তারা।

-এএ


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ