শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ ।। ১২ বৈশাখ ১৪৩২ ।। ২৮ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
মসজিদে নববীর ইমামের পেছনে নামাজ পড়তে মালদ্বীপে মুসল্লিদের ঢল আ.লীগ নিষিদ্ধের কথা বললে সরকার পশ্চিমাদের দোহাই দেয় : সারজিস নারী সংস্কার কমিশন বাতিল না করলে আন্দোলনের দাবানল জ্বলবে: হেফাজত আটপাড়ায় হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কর্মস্থলে দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণের পরিমাণ বৃদ্ধির সুপারিশ মজলিসে আমেলার বৈঠকে জমিয়ত, রাত পোহালেই কাউন্সিল কাল ঢাকায় ইসলামী আন্দোলনের গণমিছিল, প্রস্তুতি সম্পন্ন ‘রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কার না হলে আবারও ফ্যাসিবাদ মাথাচাড়া দেবে’ মাদরাসা শিক্ষার্থীদের মাঝে হাফেজ্জী হুজুর (রহ.) সেবা ফাউন্ডেশনের কিতাব বিতরণ "পাশ্চাত্যের শক্তি নয় আপনাকে ক্ষমতায় বসিয়েছে এদেশের কোরআনপ্রেমী জনতা”

বিএনপির আমলে আন্তর্জাতিক কোনো নিষেধাজ্ঞা আসেনি: রিজভী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিএনপি সরকারের আমলে আন্তর্জাতিক সম্প্রদায়ের থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর কোনো নিষেধাজ্ঞা আসেনি বলে জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ রোববার (২ অক্টোবর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব।

রুহুল কবির রিজভী বলেন, বাংলাদেশ সরকারের নৃশংসতার জন্য আন্তর্জাতিকভাবে যে নিষেধাজ্ঞা এসেছে, সেটাকে আড়াল করতে প্রধানমন্ত্রী ওয়াশিংটনে মতবিনিময় সভায় বলেছেন- ‘বিএনপি আমলের দুর্নীতি আর নৃশংসতা সবাইকে জানতে হবে’।

তিনি বলেন, বিএনপির আমলে যদি সত্যিকার অর্থেই কোনো অন্যায় হতো, কোনো নৃশংসতা হতো, তাহলে তো আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে নিষেধাজ্ঞা আসতো। কিন্তু বিএনপির সময়ে এই ধরনের কোনো নিষেধাজ্ঞা আসেনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে রুহুল কবির রিজভী বলেন, তিনি মিডিয়াকে নিয়ন্ত্রণ করতে পারেন। র্যাব-পুলিশ দিয়ে গণমাধ্যমকে হুমকি দিতে পারেন, তারপরও তো আন্তর্জাতিক সম্প্রদায় চোখ বন্ধ করে রাখেনি। তিনি আজকে গোটা জাতিকে জিম্মি করে রেখেছেন।

বর্তমান সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে ধরে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, আজকে প্রতিবছর কোটি কোটি টাকাপাচার হচ্ছে। একটা দরজা-জানালার পর্দার দাম ২২ লাখ টাকা ধরা হচ্ছে। আজকে জনগণের টাকায় খিচুড়ি রান্না ও পুকুর কাটা শিখতে সরকারি কর্মকর্তারা বিদেশে যাচ্ছেন।

রুহুল কবির রিজভী বলেন, রাষ্ট্রীয় তহবিল নিয়ে যে নয়-ছয় এবং এর মাধ্যমে সরকারের দুর্নীতির মুখোশ বেরিয়ে এসেছে। আর সেটাকে আড়াল করতে এখন বলছে যে, বিএনপি আমলের দুর্নীতি সবাইকে জানতে হবে।

বিএনপির এই মুখপাত্র আরও বলেন, তাদের (বর্তমান সরকার) অবৈধ সত্তা। তারা যে ক্ষমতায় আছে তাদের কোনো নির্বাচনী বৈধতা নেই। এই অবৈধ সত্তার কারণে আজ আন্তর্জাতিক সম্প্রদায় ও দেশের মানুষ তাদের ধিক্কার দিচ্ছে।

-এসআর


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ