বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫ ।। ১১ বৈশাখ ১৪৩২ ।। ২৬ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশে আসছেন না পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী পেহেলগামে পর্যটক হত্যার দায়ভার কি ভারত এড়াতে পারে? আ. লীগকে সন্ত্রাসী দল হিসেবে ঘোষণা করতে হবে : আমিরে মজলিস জর্ডানে নিষিদ্ধ হলো মুসলিম ব্রাদারহুড  নারী সংস্কার কমিশনের ইসলামফোবিয়া নিয়ে জাতীয় সেমিনার ৩০ এপ্রিল ‘জনরায়কে সম্মান দিয়ে মুফতি ফয়জুল করীমকে মেয়র ঘোষণা করুন’ আস-সুন্নাহয় সাবলম্বী খোকন মিয়া জাকাতদাতা হয়ে উঠতে চান মৌলভীবাজারে মাদরাসায় হামলার ঘটনায় অস্ত্রসহ আটক ৩ ড. ইউনূসের নেতৃত্বে পূর্ণ সমর্থন কাতার প্রধানমন্ত্রীর, সহায়তার আশ্বাস শয়তানের সঙ্গে কম্প্রোমাইজ হলেও আ. লীগের সঙ্গে নয়: টুকু

ঋণ পেতে আইএমএফের সঙ্গে আলোচনা ইতিবাচক: বাংলাদেশ ব্যাংক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফ থেকে সাড়ে চারশ কোটি ডলার ঋণ পেতে আশাবাদী বাংলাদেশ। প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে ইতিবাচক আলোচনায় এমনই আশ্বাস পেয়েছে বাংলাদেশ ব্যাংক।

মতিঝিলে আজ বৈঠক শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র জি এম আবুল কালাম আজাদ। ঋণ পাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত আগামী দুই সপ্তাহের মধ্যে জানা যাবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের ওই মুখপাত্র।

গত জুলাইয়ে ঋণ নেয়ার আগ্রহ জানিয়ে আইএমএফকে চিঠি দেয় অর্থ মন্ত্রণালয়। এক্সেনডেট ক্রেডিট ফ্যাসিলিটি ইসিএফসহ তিন ধরনের স্কিম থেকে সাড়ে চারশ কোটি ডলার চাওয়া হয়। এ বিষয়ে আলোচনা করতে বুধবার ঢাকায় আসে আইএমএফের একটি প্রতিনিধি দল। প্রথম দিনে অর্থ সচিবের সঙ্গে বৈঠক করেন তারা।

সফরের দ্বিতীয় দিনে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বৈঠক করেন আইএমএফ কর্মকর্তারা। মতিঝিলে কেন্দ্রীয় ব্যাংকে দিনব্যাপী চলে আলোচনা। এতে অংশ নেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামাল ও তার দল। আলোচনায় উঠে আসে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা, বৈদেশিক মুদ্রার রিজার্ভ, ব্যাংকিং খাতের সুশাসন, সুদের হার, সরকারি বন্ড, বৈদেশিক মুদ্রার বিনিময় ব্যবস্থাসহ নানা বিষয়।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আবুল কালাম আজাদ জানান, বৈঠকে ইতিবাচক মনোভাব দেখিয়েছে দুপক্ষই। আইএমএফ যেমন ঋণ দিতে আগ্রহী, তেমনি আর্থিক খাতের প্রয়োজনীয় সংস্কারে আগ্রহী বাংলাদেশ ব্যাংক। তিনি জানান, দুই সপ্তাহের মধ্যেই চূড়ান্ত হবে ঋণ দেয়ার প্রক্রিয়া।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে আইএমএফের বার্ষিক সম্মেলনে সংস্থার নীতি নির্ধারকদের সংগে বৈঠক করেন গভর্নর রউফ তালুক। বৈঠক শেষে ঋণ দেয়ার ব্যাপারে আইএমএফের ইতিবাচক মনোভাবের কথা জানান তিনি।

-এটি


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ