রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচন পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো: প্রেসসচিব আফগানিস্তানের এক ইঞ্চি মাটিও নিয়ে কোনো চুক্তি নয়: প্রতিরক্ষা কর্মকর্তা বক্তা আমির হামজার ক্ষমা প্রার্থনা, সতর্ক করল জামায়াত আফগানের পানি ও বিদ্যুৎমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের আলেম প্রতিনিধি দলের সাক্ষাৎ ধর্মীয় অনুশাসনের শিথিলতা পরিবারব্যবস্থা সংকটাপন্ন করে তুলছে: শায়খ আহমাদুল্লাহ বাগরাম বিমানঘাঁটি ফেরত না দিলে খারাপ কিছু ঘটবে, হুমকি ট্রাম্পের আ.লীগকে দল হিসেবে দ্রুত বিচারের আওতায় আনা উচিত : নাহিদ ইসলাম সিলেটে ১ মাস ধরে নিখোঁজ আবিদুল মিয়া সিলেট মহানগরীর ২০নং ওয়ার্ড যুব জমিয়তের আহবায়ক কমিটি গঠন সম্পন্ন

‘সংসদে সুরা ওয়াকিয়া ও ইয়াসিনের আমল হলে দেশে অভাব থাকবে না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।। মজলিসে দাওয়াতুল হকের আমির, জামিয়া মাদানিয়া ইসলামিয়া যাত্রাবাড়ি মাদরাসার মুহতামিম, মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান বলেন, দেশের সংসদে সুরা ওয়াকিয়া ও ইয়াসিনের আমল হলে দেশে অভাব থাকবে না।

গতকাল শনিবার প্রতি বছরের মতো অনুষ্ঠিত হয়েছে মজলিসে দাওয়াতুল হকের ২৮তম মারকাজি ইজতেমা। রাজধানীর যাত্রাবাড়ীতে অবস্থিত জামিয়া ইসলামিয়া দারুল উলূম মাদানিয়ায় (যাত্রাবাড়ী বড় মাদরাসা) এ ইজতেমা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বক্তব্যের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশের অন্যান্যদের মত আমরাও অর্থনীতির কথা চিন্তা করি। আমরা মোল্লা মানুষ তো। আমাদের চিন্তাটা ভিন্ন। এ মাদরাসায় কেউ পয়সা দেয় না। কিন্তু পয়সা ভরা থাকে। সব ছাত্ররা মাগরিবের পর সুরা ওয়াকিয়া আর ফজরের পর সুরা ইয়াসিনের আমল করে। রাসুল সা. বলেছেন যারা ওয়াকিয়া ইয়াসিনের আমল করবে। কোনো দিন তাদের অভাব থাকবে না। রিজিকের সমস্যা হবে না। মুসলিম পার্লামেন্টের জন্য দুঃজনক যে তাদের সেখানে আমল নেই। সব পার্লামেন্টের সদস্যরা মাগরিবের পর সুরা ওয়াকিয়া পড়বে। তাহলে ইউক্রেন কোনো সমস্যা না। তারা আমাদের থেকে এসে খাদ্য নিবে।

মজলিসে দাওয়াতুল হক মহানবী সা.-এর জীবন, আদর্শ ও সুন্নত চর্চার একটি বিশেষ কেন্দ্র। এর মাধ্যমে দেশব্যাপী সাধারণ মানুষকে আজান, ইকামত, নামাজ, অজু ও জানাজায় সুন্নতের ব্যবহারিক প্রয়োগ-পদ্ধতি শেখানো হয়। দিনব্যাপী ইজতেমা শেষে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে এ ইজতেমা। ইজতেমায় আলেম-উলামাসহ দেশের সর্বোস্তরের মানুষ অংশগ্রহণ করেছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ