বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২১ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড গণতন্ত্র রক্ষায় প্রয়োজন অনুযায়ী সংবিধান সংশোধন করতে হবে: অ্যাটর্নি জেনারেল যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম বাংলাদেশি বংশােদ্ভূত বিচারপতি হলেন সোমা সাইদ ধূমপায়ীরা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হতে পারবেন না ইসরায়েলের অস্ত্রের চালান আটক বেলজিয়ামের হাতে যমুনায় জামায়াতসহ ইসলামি ৮ দলের প্রতিনিধিরা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে নির্বাচন সুষ্ঠ করতে জুলাই সনদের বাস্তবায়নসহ ৮ সুপারিশ লিবিয়ায় বাংলাদেশীকে অপহরণ করে ২০ লক্ষ টাকা আদায়, মানব পাচারকারী গ্রেপ্তার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জামিন পেল লতিফ সিদ্দিকী

সাবেক সচিব বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সিদ্দিকীর ইন্তেকাল, ধর্ম প্রতিমন্ত্রীর শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের গভর্নর ও অবসরপ্রাপ্ত সচিব বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান সিদ্দিকী (বীর বিক্রম) ইন্তেকাল করেছেন।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) রাত ৯টা ৪৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।

৭৫ বছর বয়সী শাহজাহান সিদ্দিকী ৩ মেয়ে এবং অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন।

আজ শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররম প্রাঙ্গণে মরহুমের প্রথম জানাযার নামাজ অনুষ্ঠিত হবে। পরে তাকে ব্রাহ্মনবাড়িয়া জেলার নবীনগর উপজেলার সাতমোড়া নিজ বাড়িতে রাস্ট্রীয় মর্যাদায় দাফন কার্য সম্পাদন করা হবে।

বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান সিদ্দিকীর (বীর বিক্রম) ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন ধর্ম প্রতিমন্ত্রী ও ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরস এর সভাপতি মোঃ ফরিদুল হক খান ও ধর্ম সচিব কাজী এনামুল হাসান, এনডিসি।

শোক বার্তায় তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা মরহুম মোঃ শাহজাহান সিদ্দিকী, বীর বিক্রম মহান মুক্তিযুদ্ধে জীবন বাজী রেখে সম্মুখ সমরে যুদ্ধ করে দেশের স্বাধীনতা অর্জনে অসামান্য অবদান রেখে গেছেন। মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে দেশ গঠনেও এ বীর মুক্তিযোদ্ধা দেশ ও মানুষের কল্যাণে নিরলস কাজ করে গেছেন। দেশ মাতৃকার কল্যাণে নিবেদিত এই সূর্য সন্তানের অবদানের কথা জাতি শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ