মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ ।। ৮ বৈশাখ ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৬


বিএনপির আন্দোলন আগামীতেও সফল হতে পারবে না: কৃষিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, নির্বাচন ইস্যুতে বিএনপি ১৪ বছর আন্দোলন করেও সফল হতে পারে নাই আগামীতে সফল হতে পারবে না। পূর্বের মতো বিএনপি আন্দোলনের নামে সন্ত্রাস শুরু করলে তাদেরকে কঠিন হস্তে দমন করা হবে বলেও তিনি জানান।

শনিবার সকালে টাঙ্গাইলের মধুপুরে শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে সাংবাদিকদের এসব কথা বলেন কৃষিমন্ত্রী।

পরে সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে শীতের সকালে সতীর্থদের মিলন মেলায় প্রাণের উচ্ছ্বাসে মেতে ওঠেন সবাই। সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের পদচারণায় কানায় কানায় ভরে উঠে বিদ্যালয় প্রাঙ্গণ।

সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ্ব নূর রহমানের সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. আব্দুর রাজ্জাক।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন টাঙ্গাইলের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, অতিরিক্ত পুলিশ সুপার মো. শরফুদ্দিন, মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ছরোয়ার আলম খান আবু প্রমুখ।

-এসআর


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ