সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ ।। ৭ আশ্বিন ১৪৩২ ।। ৩০ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করুন: সম্মিলিত খতমে নবুওয়াত পরিষদ গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে মরক্কোতে হাজারো মানুষের বিক্ষোভ দাওয়াত ও তাবলিগের নীরব বিপ্লব ফিলিস্তিনকে স্বীকৃতি দিলো যুক্তরাজ্য-কানাডা ও অস্ট্রেলিয়া গ্রেপ্তার এড়াতে বাস পাল্টায়, গন্ধে ১৪ কেজি গাঁজাসহ ধরা খেল তরুণী দুপুরের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের আভাস সত্তর হাজার কালেমা পড়লে কি মাগফিরাত পাওয়া যায়? ঢাবির হল রিডিংরুমে বসছে এসি, সংস্কার হবে ক্যান্টিনও: ডাকসু জিএস ধর্ষণে অন্তঃসত্ত্বা মাদরাসা ছাত্রী, অভিযুক্ত জামায়াতকর্মী গ্রেপ্তার. ইসলামকে একটি বার সুযোগ দেওয়ার অনুরোধ শায়খে চরমোনাইয়ের

হাটহাজারী মাদরাসার বার্ষিক পরীক্ষা শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার চলতি (১৪৪৩-৪৪হি.) শিক্ষাবর্ষের বার্ষিক সমাপনী পরীক্ষা শুরু হয়েছে।

আজ (২২ ফেব্রুয়ারী) বুধবার সকাল ৯টায় জামিয়ার মহাপরিচালক আল্লামা মুহাম্মদ ইয়াহইয়ার হাত থেকে পরীক্ষকগণ প্রশ্নপত্র গ্রহণের মধ্য দিয়ে পরীক্ষা কার্যক্রম শুরু হয়।

এ বিষয়ে জামিয়ার শিক্ষা পরিচালক ও মুহাদ্দিস আল্লামা কবীর আহমদ বলেন, আজ থেকে শুরু হওয়া বার্ষিক পরীক্ষায় দাওরায়ে হাদীস (আরবী-মাস্টার্স)এর হাইআতুল উলইয়ার কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীগণ ছাড়া জামিয়ার সাধারণ বিভাগ ও বিভিন্ন উচ্চতর বিভাগের প্রায় ৭ সহস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেছে।

তিনি বলেন, পরীক্ষা উপলক্ষে জামিয়ার শিক্ষাভবনের ২য় ও ৩য় তলায় পরীক্ষার হল নির্ধারণ করা হয়। হলে এমন সুবিন্যাস্তভাবে আসন সাজানো হয় যে, প্রতিটি পরীক্ষার্থীর ডানে ও বামে এবং সামনে ও পিছনে ভিন্ন জামাতের ছাত্র থাকে; যাতে কেউ চাইলেও কারো কাছ থেকে দেখে লেখার সুযোগ না পেয়ে থাকা। তাছাড়া হলে পর্যাপ্ত সংখ্যক পরীক্ষক নিযুক্ত করা হয়েছে এবং তারা পরীক্ষা চলাকালীন পুরো সময় কড়া নজরদারি করে যাবেন। তৃতীয় তলায় দারুল মিশকাত মিলনায়তনে বেফাকুল মাদারিস বোর্ডের পরীক্ষা হল নির্ধারণ করা হয়েছে। সেখানে বেফাক নির্ধারিত পরীক্ষকগণের তত্ত্বাবধানে পরীক্ষা চলছে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ