বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২০ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বিএনপি-জামায়াতের বাইরে নতুন রাজনৈতিক জোটের উদ্যোগ এনসিপির  মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ পাইলটের উড্ডয়ন ত্রুটি পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে আবারও পুরস্কার ঘোষণা বিশাল স্বর্ণ ভান্ডার মিলল পাকিস্তানে একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে : গভর্নর ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রনে সরকারকে ন্যাপের আহ্বান জুলাই সনদ বাস্তবায়ন ব্যতীত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন সম্ভব নয়: কামাল হোসেন ঘূর্ণিঝড় টাইফুন কালমেগি আঘাত, নিহত বেড়ে ১০০, নিখোঁজ ২৬

গাজীপুরে কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল, বিপাকে শত শত যাত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
পুরোনো ছবি

গাজীপুরের শ্রীপুর রেলওয়ে স্টেশনে বিকল হয়ে পড়েছে জামালপুর কমিউটার ট্রেনের ইঞ্জিন। ফলে বিপাকে পড়েছেন শত শত যাত্রী।

আজ সোমবার (৮ জুলাই) বিকেলে ঢাকা ছাড়ে জামালপুর কমিউটার ট্রেন।  প্রত্যক্ষ দর্শীরা জানান, ট্রেনটি শ্রীপুর স্টেশনে প্রবেশ করার সময় ইঞ্জিন বন্ধ হয়ে যায়। এতে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। অনেকে ভয়ে ট্রেন থেকে লাফিয়ে পড়ে।

এদিকে জামালপুর কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় অনেক যাত্রী আটাকা পড়েছেন। আটকাপড়া ট্রেনের কারণে শ্রীপুর পৌর শহরের একমাত্র সড়ক ডিবি রোডে যান চলাচল বন্ধ রয়েছে।

ট্রেনের চালক জানান, ঢাকা থেকে জামালপুরে যাচ্ছিলেন। বিকেল সাড়ে ৫টার দিকে শ্রীপুর স্টেশনে প্রবেশ করে থামার আগেই ইঞ্জিন বন্ধ হয়ে যায়। বহু চেষ্টা করেও ইঞ্জিন সচল করতে পারিনি। উদ্ধারকারী ইঞ্জিন এলে ট্রেনটি নিয়ে যেতে পারবে।

শ্রীপুর স্টেশন মাস্টার মো. সাইদুল রহমান বলেন, বিকেল সাড়ে ৫টার দিকে ট্রেনটি শ্রীপুর স্টেশনে প্রবেশ করে। প্ল্যাটফর্মের মাঝখানে হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে ট্রেনটি স্টেশনে আটকা পড়ে। উদ্ধারকারী ইঞ্জিন এলে ট্রেনটি চালিয়ে নিয়ে যেতে পারবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। অন্য ট্রেন চলাচল স্বাভাবিক আছে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ