রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
সিলেট মহানগরীর ২০নং ওয়ার্ড যুব জমিয়তের আহবায়ক কমিটি গঠন সম্পন্ন পেশীশক্তি ও কালো টাকার দৌরাত্ম বন্ধে পিআর পদ্ধতির প্রয়োজন- আহমদ আবদুল কাইয়ূম জেদ্দায় হজ সম্মেলন ও প্রদর্শনী নভেম্বরে আজ ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে যুক্তরাজ্য খেলাফত মজলিস বানিয়াচং উপজেলা শাখার ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন ‘নীলনদের পানি যেমন নীল নয়, তেমনি জামায়াতেও ইসলাম নেই’ কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল, সম্পাদক মাজহারুল ‘ইসলামি শক্তির মধ্যে অনৈক্য সৃষ্টি করে এমন বক্তব্য থেকে বিরত থাকুন’ গণঅধিকার পরিষদ ও এনসিপির একীভূত হওয়ার আলোচনা, নেতৃত্ব নিয়ে জটিলতা পিআর সিস্টেমের নির্বাচন নিরাপদ নির্বাচন, আদর্শের নির্বাচন: শায়খে চরমোনাই

কোটাবিরোধী আন্দোলনে হামলার প্রতিবাদে উত্তাল বন্দর নগরীর ছাত্রজনতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
কোটাবিরোধী আন্দোলনে হামলার প্রতিবাদে উত্তাল বন্দর নগরীর ছাত্রজনতা

সৈয়ব আহমেদ সিয়াম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় : কোটাবিরোধী আন্দোলনে পুলিশের হামলার প্রতিবাদে ফুঁসে উঠেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি), চবি অধিভুক্ত কলেজ সহ চট্টগ্রামের প্রাইভেট বিশ্ববিদ্যালয় সমূহ। পুলিশের হামলা আন্দোলনে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়িয়ে দিয়েছে কয়েকগুণ।

শুক্রবার (১২ জুলাই ২০২৪) বিকাল ৪ টা ৩০ মিনিটে চট্টগ্রাম ষোলশহর স্টেশনে কোটা বিরোধী মিছিলে হাজার হাজার ছাত্রজনতার ঢল নামে। অংশ নেয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি), চবি অধিভুক্ত কলেজ সমূহ সহ চট্টগ্রামের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

১১ জুলাই আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশ লাঠিচার্জ করে। এর প্রতিবাদে ফুঁসে ওঠে ছাত্রজনতা। কোটা বিরোধী সমাবেশে উপস্থিতি বেড়ে যায় কয়েক গুণ।

বিকাল সাড়ে চারটা থেকে রাত আটটা পর্যন্ত পুরো বন্দর নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো মিছিল নিয়ে শো ডাউন করে শিক্ষার্থীরা। এসময় তারা পুলিশকে দেখামাত্রই "ভূয়া, ভূয়া" স্লোগান দিয়ে আকাশ বাতাস প্রকম্পিত করে। চট্টগ্রামের ষোলশহর, দুই নাম্বার গেইট, প্রবর্তক মোড়, চকবাজার, লালখান, জামালখান ও জিইসি প্রদক্ষিণ করে শিক্ষার্থীরা।

"আমার ভাই আহত কেন? প্রশাসন জবাব চাই", "পুলিশ দিয়ে আন্দোলন, বন্ধ করা যাবে না", "সারা বাংলা খবর দে, কোটা প্রথার কবর দে", "পুলিশ, ভূয়া, ভূয়া" প্রভৃতি স্লোগানে উজ্জীবিত দেখা যায় শিক্ষার্থীদের।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক রাসেল আহমেদ বলেন, "আমাদের দাবী সরকারের নির্বাহী বিভাগের কাছে। ছাত্রজনতাকে হাইকোর্ট দেখিয়ে লাভ নাই। আমরা কোটার যৌক্তিক সংস্কার চাই। আমাদের দাবী আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না চট্টগ্রামের শিক্ষার্থীরা, ইনশাআল্লাহ।"

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ