শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬ ।। ২৫ পৌষ ১৪৩২ ।। ২০ রজব ১৪৪৭


রংপুরে ধানক্ষেতে আলোকচিত্র শিল্পীর লাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রংপুর ব্যুরো

রংপুরে গঙ্গাচড়া উপজেলার খলেয়া ইউনিয়নে বেসরকারি বিনোদন উদ্যানে ফ্রিল্যান্সার আলোকচিত্র শিল্পী সিয়াম (২৩)-এর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বেলা ১১টার দিকে উপজেলার লালপুকুর নয়াপাড়া এলাকার একটি ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত সিয়াম একই এলাকার আলতাফ হোসেনের ছেলে।

গঙ্গাচড়া থানার এসআই ডেভিড হিমাদ্রী বলেন, সংবাদ পেয়ে একটি ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়। তার পরনে প্যান্ট ও শার্ট ছিল। এর আগে গত রবিবার রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন। ধারণা করা হচ্ছে, কে বা কারা তাকে হত্যা করে সেখানে ফেলে গেছে। হত্যার কারণ উদঘাটনে তদন্ত শুরু করা হয়েছে।

রংপুর পুলিশ সুপার শরীফ উদ্দিন বলেন, তিনি বেসরকারি বিনোদন উদ্যান ভিন্নজগতে ফ্রিল্যান্সার আলোকচিত্র শিল্পী হিসেবে পর্যটকদের ছবি তুলতেন। হত্যার কারণ জানতে তদন্ত শুরু করা হচ্ছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ