সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ ।। ৭ আশ্বিন ১৪৩২ ।। ৩০ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করুন: সম্মিলিত খতমে নবুওয়াত পরিষদ গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে মরক্কোতে হাজারো মানুষের বিক্ষোভ দাওয়াত ও তাবলিগের নীরব বিপ্লব ফিলিস্তিনকে স্বীকৃতি দিলো যুক্তরাজ্য-কানাডা ও অস্ট্রেলিয়া গ্রেপ্তার এড়াতে বাস পাল্টায়, গন্ধে ১৪ কেজি গাঁজাসহ ধরা খেল তরুণী দুপুরের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের আভাস সত্তর হাজার কালেমা পড়লে কি মাগফিরাত পাওয়া যায়? ঢাবির হল রিডিংরুমে বসছে এসি, সংস্কার হবে ক্যান্টিনও: ডাকসু জিএস ধর্ষণে অন্তঃসত্ত্বা মাদরাসা ছাত্রী, অভিযুক্ত জামায়াতকর্মী গ্রেপ্তার. ইসলামকে একটি বার সুযোগ দেওয়ার অনুরোধ শায়খে চরমোনাইয়ের

রংপুরে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের পরিচিত সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রংপুর ব্যুরো

জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল রংপুর জেলা ও মহানগর শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা হয়েছে। শনিবার বিকালে রংপুর সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধা দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও রংপুর জেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনছার আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইসতিয়াক আজিজ উলফাত।

প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাদেক আহমেদ খান। সভায় বক্তব্য দেন- রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু, বীর মুক্তিযোদ্ধা এমএ শহীদ বাবলু, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল হক ভূঞা, বীর মুক্তিযোদ্ধা শরীফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম খান, বীর মুক্তিযোদ্ধা নুরুর রহমান জাহাঙ্গীর, রংপুর মহানগর মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ মিয়া ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার।

এসময় বক্তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে মুক্তিযোদ্ধারা অবহেলা ও বঞ্চনার শিকার হয়েছেন। শুধু মুক্তিযোদ্ধারা নয়, দেশের সর্বস্তরের মানুষ জিম্মিদশায় ছিল। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন মহান স্বাধীনতার ঘোষক। তার হাতে গড়া সংগঠন হচ্ছে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। বিএনপি প্রকৃত মুক্তিযুদ্ধের দল। রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা প্রাপ্য সম্মান পাচ্ছেন বা পাবেন। আওয়ামী লীগের আমলে রংপুরসহ সারাদেশে যেসব ভুয়া মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত হয়েছে, তাদের চিহ্নিত করার কাজ চলছে। ভুয়া মুক্তিযোদ্ধা কাউকে ছাড় দেওয়া হবে না। যেখানেই অনিয়ম-দুর্নীতি ও ঘুষ বাণিজ্য হবে, মুক্তিযোদ্ধারা সেখানেই প্রতিরোধ গড়ে তুলবেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ