মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭

শিরোনাম :
নির্বাচন ডাকাতি যেন আর কখনো না ঘটতে পারে সেই ব্যবস্থা করতে হবে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে আর কখনও রাতের ভোট হবে না: আলী রীয়াজ এবার খামেনির পক্ষে ইরানের রাস্তায় লাখ লাখ মানুষ! কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড়

চাঁদপুরের কচুয়ায় সাদপন্থীদের বয়কটের ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ আল আমিন, কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি:

টঙ্গী তুরাগ পাড়ে ইজতেমার মাঠে সাদপন্থী কর্তৃক অতর্কিত হামলার তীব্র নিন্দা ও ৩ জন নিরপরাধ মানুষকে নির্মমভাবে হত্যার বিচার এবং সাদপন্থীদের সকল কার্যক্রম বন্ধের দাবিতে কচুয়া উপজেলা উলামা মাশায়েখ ও তাওহীদী জনতার ব্যানারে গতকাল রবিবার (২৯ ডিসেম্বর) দুপুর ২টা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করেছে।

কচুয়া কেন্দ্রীয় মার্কাজ মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের কচুয়া বিশ্বরোড ফায়ার সার্ভিসের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে কচুয়া ইত্তেহাদুল মাদারিসিল কওমিয়্যাহ এর নাজেমে ইমতিহান মাওলানা সানাউল্লাহর সঞ্চালনায় বক্তব্য রাখেন কচুয়া উপজেলা হেফাজতে ইসলামের সভাপতি ও কচুয়া জামিয়া আহমাদিয়ার প্রিন্সিপাল মাওলানা আবু হানিফ, কচুয়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও জামিয়া আহমাদিয়ার শাইখুল হাদিস মুফতি মাহবুবুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিস কচুয়া উপজেলার সভাপতি, দাওয়াত ও তাবলীগের কচুয়া উপজেলার দায়িত্বশীল মুফতি নুরুল ইসলাম, কচুয়া উপজেলা হেফাজতে ইসলামের সেক্রেটারি মুফতি শাহজালাল ইব্রাহিমি, রহিমানগর কওমি মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা হুসাইন আহমদ সহ অনেক উলামায়ে কেরাম বক্তব্য রাখেন।

মানববন্ধন থেকে বক্তারা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে টঙ্গী ইজতেমা মাঠে সাদপন্থী কর্তৃক হামলা ও তিনজন নিরপরাধ মানুষকে খুনের বিচারের দাবি জানান। সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে নিষিদ্ধ ঘোষণা করে তাদের কার্যক্রম বন্ধের দাবি জানান। এবং কচুয়াতে সাদপন্থীদের বয়কটের ঘোষণা দেন।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ