রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচন পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো: প্রেসসচিব আফগানিস্তানের এক ইঞ্চি মাটিও নিয়ে কোনো চুক্তি নয়: প্রতিরক্ষা কর্মকর্তা বক্তা আমির হামজার ক্ষমা প্রার্থনা, সতর্ক করল জামায়াত আফগানের পানি ও বিদ্যুৎমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের আলেম প্রতিনিধি দলের সাক্ষাৎ ধর্মীয় অনুশাসনের শিথিলতা পরিবারব্যবস্থা সংকটাপন্ন করে তুলছে: শায়খ আহমাদুল্লাহ বাগরাম বিমানঘাঁটি ফেরত না দিলে খারাপ কিছু ঘটবে, হুমকি ট্রাম্পের আ.লীগকে দল হিসেবে দ্রুত বিচারের আওতায় আনা উচিত : নাহিদ ইসলাম সিলেটে ১ মাস ধরে নিখোঁজ আবিদুল মিয়া সিলেট মহানগরীর ২০নং ওয়ার্ড যুব জমিয়তের আহবায়ক কমিটি গঠন সম্পন্ন

পিঠা পছন্দ না হওয়ায় শাশুড়ি-ননদের বকুনি, স্বামীকে কলে রেখে গৃহবধূর আত্মহত্যা 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাসনাইন আহমেদ হাওলাদার, ভোলা প্রতিনিধি: 

ভোলার চরফ্যাশন উপজেলায় প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন মেরিনা আক্তার মিতু (১৯) নামের এক গৃহবধূ।

বুধবার (১৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার শশিভূষণের এওয়াজপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

গৃহবধূ মিতু ওই ওয়ার্ডের মো. কামাল আখনের মেয়ে। তার স্বামীর নাম মো. বিল্লাল হোসেন। তিনি ওমান প্রবাসী। ৯ মাস আগে পারিবারিকভাবে বিল্লালের সঙ্গে মিতুর বিয়ে হয়। দুই মাস আগে বিল্লাল ওমানে যান। বিল্লালের বাড়ি একই থানা এলাকার রসুলপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে।

মিতুর পরিবার ও শশিভূষণ থানার পুলিশ সূত্রে জানা যায়, প্রায় ৯ মাস আগে একই উপজেলার রসুলপুর ইউনিয়নের বাসিন্দা বিল্লালের সাথে পারিবারিকভাবে বিয়ে হয় মিতুর। দুই মাস আগে মিতুকে রেখে কাজের উদ্দেশ্য ওমানে যান বিল্লাল হোসেন। কিছু দিন আগে বাবার বাড়িতে বেড়াতে আসেন মিতু। মঙ্গলবার বিকেলে মিতু তার বাবার বাড়ি থেকে পিঠা নিয়ে শ্বশুরবাড়িতে যান। পিঠাগুলো মিতুর শাশুড়ি ও ননদের পছন্দ হয়নি। সেজন্য তারা মিতুকে বকাঝকা করেন। বুধবার দুপুরে মিতু শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি চলে আসেন। বাড়িতে এসে সে তার স্বামী বিল্লাল হোসেনকে ইমোতে ভিডিও কল দেন। কল দিয়ে তিনি এসব বিষয় বিল্লালকে জানালে, বিল্লাল উল্টো মিতুকে দোষারোপ করে অশ্লীল ভাষায় গালমন্দ করেন। এরপর মিতু তার স্বামীকে ভিডিও কলে রেখেই ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।

এ বিষয়ে শশিভূষণ থানার ওসি মো. তারেক হোসেন হাসান বলেন, এটি খুবই মর্মান্তিক একটি ঘটনা। মেয়েটি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে আত্মহত্যা করেছে। রাত ১১টা পর্যন্ত এ ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ করেননি। মিতুর লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ