রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচন পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো: প্রেসসচিব আফগানিস্তানের এক ইঞ্চি মাটিও নিয়ে কোনো চুক্তি নয়: প্রতিরক্ষা কর্মকর্তা বক্তা আমির হামজার ক্ষমা প্রার্থনা, সতর্ক করল জামায়াত আফগানের পানি ও বিদ্যুৎমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের আলেম প্রতিনিধি দলের সাক্ষাৎ ধর্মীয় অনুশাসনের শিথিলতা পরিবারব্যবস্থা সংকটাপন্ন করে তুলছে: শায়খ আহমাদুল্লাহ বাগরাম বিমানঘাঁটি ফেরত না দিলে খারাপ কিছু ঘটবে, হুমকি ট্রাম্পের আ.লীগকে দল হিসেবে দ্রুত বিচারের আওতায় আনা উচিত : নাহিদ ইসলাম সিলেটে ১ মাস ধরে নিখোঁজ আবিদুল মিয়া সিলেট মহানগরীর ২০নং ওয়ার্ড যুব জমিয়তের আহবায়ক কমিটি গঠন সম্পন্ন

মুফতি কাজী ইব্রাহীমের ওপর হামলাকারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
মুফতি ইব্রাহীমের ওপর হামলাকারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন, ছবি: সংগৃহীত

বিশিষ্ট ইসলামি স্কলার ও হাদিস বিশারদ মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহীমের ওপর হামলাকারী অনলাইন আক্তারকে গ্রেফতার করা না পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ঢাকাস্থ লক্ষীপুরবাসী নামের একটি সংগঠন।

শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে লক্ষীপুরবাসীর আয়োজনে মুফতি ইব্রাহীমের ওপর হামলাকারী অনলাইন আক্তারের গ্রেফতারের দাবিতে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে ঢাকাস্থ লক্ষীপুর জেলার প্রায় আড়াই হাজার আলেম-উলামা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে সংগঠনের নেতৃবৃন্দ জানান, সৌদি আরব, কাতার, দুবাই, অস্ট্রেলিয়া, কুয়েত, লন্ডনসহ বিশ্বের বিভিন্ন দেশে ভূমিদস্যু অনলাইন আক্তারের গ্রেফতারের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে।

এ সময় বক্তারা বলেন, ফ্যাসিবাদের দোসর ও ঋণখেলাপী অনলাইন আক্তার দেশ ও জাতির শত্রু। ফ্যাসিবাদের এই দোসর ভূমি দখল, ফ্ল্যাট দখল, চাঁদাবাজি করেই ক্ষ্যান্ত না। এখন প্রখ্যাত আলেম মুফতি কাজী মোহাম্মদ ইবরাহীমকে অপহরণ করে গুম করে দিতে চেয়েছে। তার এই হাতকে এখনই ভেঙ্গে না দিলে আরও আলেম-উলামার ওপর হামলা করবে। এ অবস্থা চলতে দেওয়া যায় না।

বক্তাদের দাবি, ৫ আগস্টের আগে অনলাইন আক্তারের নেতৃত্বে ছাত্র-জনতাকে হত্যা করা হয়েছে। তার নামে ছাত্র হত্যার অসংখ্য মামলা রয়েছে। ৫ আগস্টের পরে দীর্ঘসময় পলাতক অবস্থায় থেকে নিজেকে রক্ষা করে এখন পুলিশ ও মাস্তান নিয়ে আলেমদের ওপরে হামলা করছে।

মানববন্ধনে সাংবাদিক আ ফ ম ইউসুফ বলেন, ফ্যাসিবাদের দোসররা নিজেদের রক্ষা করতে না পেরে পালিয়েছেন। ফ্যাসিবাদের দোসর অনলাইন আক্তারও শেষ রক্ষা করতে পারবে না। তাকে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে। অন্যথায় আন্দোলন আরও বেগবান হবে।

সংগঠনের সভাপতির সঞ্চালনায় বক্তব্য রাখেন বৃহত্তর নোয়খালীর গার্মেন্টস এক্সেসরিস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সুমন, লক্ষীপুরের বশিকপুরের মাহবুবুর রহমান, সাংবাদিক মুরাদ, ইমতিয়াজ হাসান তুহিন, আলাউদ্দিন ভূইয়া, মোহাম্মদ নাসির, হাজী ফজলে আজিম, লক্ষীপুরের গার্মেন্টস মালিক এসোসিয়েশনের সাবেক সভপতি কামরুল হোসেন, সাংবাদিক আ ফ ম ইউসুফ, পূর্ব বশিকপুর একতা ক্লাবের সভাপতি আনিসুর রহমান ভূইয়া প্রমুখ।

এ ছাড়া মানববন্ধনে মুফতি ইবরাহীমের প্রাক্তন শিক্ষার্থী, ভক্তবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন স্তরের জনগণ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের দাবি জানান।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ