রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
নির্বাচন পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো: প্রেসসচিব আফগানিস্তানের এক ইঞ্চি মাটিও নিয়ে কোনো চুক্তি নয়: প্রতিরক্ষা কর্মকর্তা বক্তা আমির হামজার ক্ষমা প্রার্থনা, সতর্ক করল জামায়াত আফগানের পানি ও বিদ্যুৎমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের আলেম প্রতিনিধি দলের সাক্ষাৎ ধর্মীয় অনুশাসনের শিথিলতা পরিবারব্যবস্থা সংকটাপন্ন করে তুলছে: শায়খ আহমাদুল্লাহ বাগরাম বিমানঘাঁটি ফেরত না দিলে খারাপ কিছু ঘটবে, হুমকি ট্রাম্পের আ.লীগকে দল হিসেবে দ্রুত বিচারের আওতায় আনা উচিত : নাহিদ ইসলাম সিলেটে ১ মাস ধরে নিখোঁজ আবিদুল মিয়া সিলেট মহানগরীর ২০নং ওয়ার্ড যুব জমিয়তের আহবায়ক কমিটি গঠন সম্পন্ন পেশীশক্তি ও কালো টাকার দৌরাত্ম বন্ধে পিআর পদ্ধতির প্রয়োজন- আহমদ আবদুল কাইয়ূম

মানিকগঞ্জের দুই নৌরুটে ফেরি চলাচল বন্ধ: মাঝ নদীতে আটকা চার ফেরি


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ঘন কুয়াশার কারণে মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। এসময় যাত্রী ও যানবাহন নিয়ে মাঝ পদ্মা ও যমুনা নদীতে আটকে পড়ে চারটি ফেরি।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) মধ্যরাত দেড়'টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া এবং মধ্যরাত ১টা থেকে আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন আরিচা কার্যালয়ের বাণিজ্য বিভাগের ডিজিএম নাসির হোসেন চৌধুরী বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকেই পদ্মা-যমুনা নদী এলাকায় কুয়াশা পড়তে শুরু করে। মধ্যরাতে কুয়াশায় আচ্ছন্ন হয়ে যায় পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌরুটে এলাকা।

ঘন কুয়াশার কারণে দিক নির্নয় করতে না পেরে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের মাঝ পদ্মায় নোঙর করা হয় বরকত এবং কপোতি নামের দুইটি ফেরি। এছাড়াও আরিচা-কাজিরহাট নৌরুটেও একই অবস্থা হয়। আরিচা-কাজিরহাট নৌরুটের মধ্য যমুনায় আটকা পড়ে চিত্রা ও খান জাহান আলী নামের দুইটি ফেরি। আটকে পড়া ফেরি চারটি যাত্রী ও যানবাহন বোঝাই অবস্থায় রয়েছে। 

নদী এলাকায় কুয়াশা কমে গেলে ফের স্বাভাবিক হবে ফেরি চলাচল। তখন নদীতে আটকা পড়া ফেরিগুলো পন্টুনে নিয়ে আসা হবে এবং ফেরি চলাচল স্বাভাবিক করা হবে বলে জানান নাসির হোসেন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ