রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
নির্বাচন পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো: প্রেসসচিব আফগানিস্তানের এক ইঞ্চি মাটিও নিয়ে কোনো চুক্তি নয়: প্রতিরক্ষা কর্মকর্তা বক্তা আমির হামজার ক্ষমা প্রার্থনা, সতর্ক করল জামায়াত আফগানের পানি ও বিদ্যুৎমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের আলেম প্রতিনিধি দলের সাক্ষাৎ ধর্মীয় অনুশাসনের শিথিলতা পরিবারব্যবস্থা সংকটাপন্ন করে তুলছে: শায়খ আহমাদুল্লাহ বাগরাম বিমানঘাঁটি ফেরত না দিলে খারাপ কিছু ঘটবে, হুমকি ট্রাম্পের আ.লীগকে দল হিসেবে দ্রুত বিচারের আওতায় আনা উচিত : নাহিদ ইসলাম সিলেটে ১ মাস ধরে নিখোঁজ আবিদুল মিয়া সিলেট মহানগরীর ২০নং ওয়ার্ড যুব জমিয়তের আহবায়ক কমিটি গঠন সম্পন্ন পেশীশক্তি ও কালো টাকার দৌরাত্ম বন্ধে পিআর পদ্ধতির প্রয়োজন- আহমদ আবদুল কাইয়ূম

কাল ভোলায় জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাসনাইন আহমেদ হাওলাদার, ভোলা প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলার কর্মী সম্মেলন-২০২৫ আগামীকার (২৫ জানুয়ারি) শনিবার সকাল ৯টায় ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। সম্মেলনটি সফল করতে ইতিমধ্যে জেলা ও উপজেলা পর্যায়ের সকল প্রস্তুতি প্রায় সমাপ্তি লগ্নে।

জানা যায়, জেলার এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দিবেন বাংলাদেশ জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

বিশেষ অতিথি হিসেবে যোগ দিবেন সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল অঞ্চল পরিচালক এ্যাড. মুয়াযযম হোসাইন হেলাল, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও বরিশাল মহানগরীর আমীর অধ্যক্ষ জহির উদ্দিন মোহাম্মদ বাবর, কেন্দ্রীয় সাহিত্য সংস্কৃতি বিভাগের সদস্য সচিব ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ড. আ জম ওবায়েদুল্লাহ, বরিশাল অঞ্চল টিম ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য এ. কে. এম ফখরুদ্দিন খান রাযী। উক্ত সম্মেলনে সভাপতিত্ব করবেন জেলা জামায়াতে ইসলামী আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মুহাম্মদ জাকির হোসাইন।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ